ছবি: সংগৃহীত
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার বারসহ বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করা হয়েছে। চার দিনের ব্যবধানে আবারও বিমানবন্দরে স্বর্ণের চালান জব্দ করা হয়েছে।
সোমবার (২৯শে জানুয়ারি) সকালে চারটি স্বর্ণের বারসহ বিমানবন্দরে দায়িত্বরত এই স্বাস্থ্য কর্মকর্তাকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা।
বিমানবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টম হাউসের সহকারী কমিশনার মহিউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক চিকিৎসকের নাম এম জেড এ শরীফ।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ২৭তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার ডা. এম জেড এ শরীফ স্বাস্থ্য দপ্তরের অধীনে বিমানবন্দরে দায়িত্বরত ছিলেন। ধারণা করা হচ্ছে, এয়ার এরাবিয়ার ফ্লাইটে শারজাহ থেকে আসা যাত্রী ওই চিকিৎসককে স্বর্ণের বারগুলো দিয়েছেন।
উদ্ধার করা সোনার বারগুলো পরীক্ষা করা হচ্ছে। এরপর এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
এর আগে গত শুক্রবার সকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় সিগারেটের প্যাকেটে প্রায় এক কোটি টাকা দামের ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছিল।
এসকে/
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সোনার বার স্বাস্থ্য কর্মকর্তা
খবরটি শেয়ার করুন