রবিবার, ২২শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এখন চ্যাটিংয়ের সময় পছন্দমতো ইমোজি তৈরি করতে পারবেন!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৪

#

বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইনবক্সে সারাক্ষণ কারো না কারো সঙ্গে কথা বলছেন। চ্যাটের সময় ব্যবহার করছে নানান ইমোজি। যা মেসেজিং প্ল্যাটফর্মগুলো আছে। তবে এখন আপনি চ্যাটের সময় যখন যা প্রয়োজন ইচ্ছামতো ইমোজি তৈরি করতে পারবেন।

সম্প্রতি আইপডওস ১৮.২ এবং আইওএস ১৮.২ লঞ্চ করেছে অ্যাপল। অ্যাপলের নতুন অপারেটিং সিস্টেমে রয়েছে একাধিক নতুন ফিচার। অ্যাপলের নিজস্ব আর্টিফিসিয়াল ইনটেলিজেন্সের সুবিধাও মিলবে এই অপারেটিং সিস্টেমে। সেই সঙ্গে অ্যাপলের ভয়েস অ্যাসিস্ট্যান্ট প্ল্যাটফর্ম সিরিতে অন্তর্ভুক্ত হয়েছে চ্যাটজিপিটি।

আরো পড়ুন : সাইবার প্রতারণা থেকে নিরাপদ থাকবেন কিভাবে?

এর মাধ্যমেই সিরি-র পরিষেবার ব্যাপ্তি কয়েক গুণ বেড়েছে। এর পাশাপাশি ইমেজ প্লেগ্রাউন্ড, ইমেজ চেঞ্জ, জেনমোজির মতো একাধিক ফিচার যোগ হয়েছে এতে। জেনমোজি ফিচারের মাধ্যমে অ্যাপলের আইফোন বা আইপ্যাডে ইমোজি তৈরি করতে পারবেন আপনি। অর্থাৎ প্রচলিত ইমোজি ব্যবহার করতে যদি আপনি আগ্রহী না হন, তাহলে আপনার কাছে থাকবে বিকল্প তৈরির সুযোগ। জেনমোজির মাধ্যমে নিজের ইচ্ছামতো ইমোজি বানিয়ে ব্যবহার করতে পারেন আপনি।

জেনমোজি তৈরির জন্য আপনাকে কোনো কনভারসেশন করতে হবে। কোনো কথোপকথনের টেক্স ফিল্ডে গিয়ে ক্লিক করলে স্মাইলি আইকন বা গ্লোব আইকন পাবেন। সেখানে ট্যাপ করলে ফের একটি টেক্স বার পাবেন আপনি। সেখানে আপনি কী ধরনের ইমোজি তৈরি করতে চাইছেন, তার বর্ণনা লিখতে হবে। এরপর ‘ডান’ অপশন প্রেস করলেই তৈরি হয়ে যাবে আপনার পছন্দের ইমোজি। সেই ইমোজি ব্যবহার করতে পারবেন আপনি। ইচ্ছা এবং প্রয়োজনমতো তা তৈরিও করে নিতে পারবেন।

চাইলে আপনি জেনমোজি ব্যবহার নাও করতে পারেন। আপনার যদি মনে হয় প্রথাগত ইমোজি আপনি ব্যবহার করবেন, সে সুযোগও থাকবে। কোনো জেনমোজি তৈরি করে ব্যবহারে পর তা ডিলিটও করে দেওয়া যাবে। কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করেই এই ফিচার তৈরি করা হয়েছে। জেনমোজির সাহায্যে কারো ছবি ব্যবহার করেও আপনি ইমোজি তৈরি করতে পারবেন।

সূত্র: সিনেট

এস/ আই.কে.জে/

ইমোজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন