সোমবার, ৩১শে মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

বইমেলায় কবি নকিব মুকশির ‘মাস্তুলের জ্বর’

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

কবি নকিব মুকশির কবিতার বই ‘মাস্তুলের জ্বর’ অমর একুশে বইমেলা-২০২৫ উপলক্ষে প্রকাশিত হয়েছে। স্বাতন্ত্র্যই নকিব মুকশির কবিতার মূল শক্তি।

তার অদ্যাবধি প্রকাশিত ছয়টি কবিতার বইয়ের প্রতিটিই আলাদা প্রকৃতির- ভাষা, চিন্তা, ভাব–বোধ, প্রকাশভঙ্গি, প্রকরণ বা রসসুষমা সৃষ্টির প্রকৌশলগত দিক থেকে। ‘মাস্তুলের জ্বর’ বইটিও আলাদা চেহারার, আলাদা গড়নের, আলাদা সৌকর্যের। এর ভেতর প্রবাহিত অমরাবতীর কাকলি ও সুরমূর্ছনাও ভিন্ন স্বাদের। ছয় ফর্মার এই বইয়ে গণ–অভ্যুত্থানের তিনটি কবিতা বাদে বাকি কবিতার সবগুলোই দশপদী।

কবিতাগুলোতে পৃথিবীর মাস্তুল যে নানাবিধ অমানবিক দূষণে আক্রান্ত, পারমাণবিক দূষণে জর্জরিত, তা–ই ফুটে উঠেছে। প্রেম–কামও এসেছে নানা রাজমহল ও হারেমের অলিগলি ধরে। বইটিতে ফ্যাসিজমের অ্যাসিড বৃষ্টিতে বিধ্বস্ত বাংলাদেশ ও বিশ্বের রাজনৈতিক দূষণ উঠে এসেছে প্রগাঢ় উপলব্ধি নিয়ে।

‘মাস্তুলের জ্বর’ একুশে বইমেলায় পাঠকদের জন্য এনেছে ঘাসফুল প্রকাশনী। বইমেলায় ঘাসফুলের স্টল নম্বর ১৮০ ও ১৮১।

হা.শা./ আই.কে.জে/ 

অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন