শনিবার, ৩০শে আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নুরের অবস্থা স্থিতিশীল, জানালেন ঢামেক হাসপাতালের পরিচালক *** আ.লীগ নিষিদ্ধ হতে পারলে জাপা কেন নয়: অ্যাটর্নি জেনারেল *** কোনো শক্তি ফেব্রুয়ারির প্রথমার্ধের নির্বাচন ঠেকাতে পারবে না: প্রেস সচিব *** ফেলিক্সের অভিষেক হ্যাটট্রিকে আল নাসরের উড়ন্ত জয়, রোনালদোর ইতিহাস *** টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ২২ মাস পর একাদশে সাইফ *** ফেব্রুয়ারির নির্বাচন কেউ রুখতে পারবেন না, আল্লাহ ছাড়া: সালাহউদ্দিন আহমদ *** নুরুল হকের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানাল অন্তর্বর্তী সরকার *** নুরকে ফোনকল করেছেন প্রধান উপদেষ্টা, জানালেন গণঅধিকারের দপ্তর সম্পাদক *** নুরের ওপর হামলার বিচারবিভাগীয় তদন্ত করবে সরকার *** ৪ মাস ১৮ দিন পর পাগলা মসজিদের দানবাক্সে ৩২ বস্তা টাকা

রাজধানীতে যান চলাচল অনেকটা বেড়েছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

দেশের চলমান পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠছেন রাজধানীবাসী। ঢাকার বিভিন্ন সড়কে মানুষের উপস্থিতিসহ যান চলাচল অনেকটা বেড়েছে। কোথাও কোথাও দেখা গেছে যানজট।

বৃহস্পতিবার (৮ই আগস্ট) বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

৫ই আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর থেকে রাজধানীসহ সারাদেশে থমথমে অবস্থা বিরাজ করছে।ওইদিন রাত থেকে রাজধানীতে যান চলাচল করলেও তা ছিল খুবই সীমিত। সাধারণ মানুষের চলাচলও সেভাবে ছিল না। মঙ্গলবার (৬ই আগস্ট)  থেকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতে শুরু করে। সড়কে মানুষের চলাচল ও যানবাহনের সংখ্যা বাড়তে থাকে।

গতকাল বুধবার (৭ই আগস্ট) রাজধানীতে যান চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও বেশ উল্লেখযোগ্য ছিল। আজ বৃহস্পতিবার (৮ই আগস্ট) সেই চিত্র আরও বদলেছে। রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি বেড়েছে। কর্মদিবস হওয়ায় সকাল থেকে দেখা গেছে অফিসগামী মানুষের ভিড়।

আরো পড়ুন : সড়কে শৃঙ্খলায় শিক্ষার্থীরা, চলতে হচ্ছে নিয়ম মেনে

আজ ভোর থেকেই সড়কে মানুষের উপস্থিতি দেখা যায়। বাস, সিএনজি-চালিত অটোরিকশার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ব্যক্তিগত গাড়ি। আজও অলিগলির পাশাপাশি প্রধান সড়কে ব্যাটারি-চালিত রিকশার দৌরাত্ম্য দেখা গেছে।

রাজধানীর একজন বাসের চালক গণমাধ্যমকে জানান, আজ সকাল থেকে অফিসগামী মানুষ অনেক বেশি। বাংলামোটর, ফার্মগেটসহ বিভিন্ন জায়গায় অনেকক্ষণ সিগন্যালে থাকতে হয়েছে।

আজমেরী-গ্লোরী পরিবহনের একটি বাসের চালকের সহকারী গণমাধ্যমকে জানান, দিনে অনেক যাত্রী পাওয়া যাচ্ছে। তবে সন্ধ্যার পর কম। গতকাল সন্ধ্যার পর দুইটা ট্রিপে যাত্রী পেয়েছি অনেক কম।

রাজধানীর একজন রিকশাচালক গণমাধ্যমকে জানান, দোকানপাট খোলায় মানুষজন বের হয়েছেন। সকাল থেকে ভাড়াও পেয়েছি ভালো।

এদিকে গতকালের মতো আজও ট্রাফিক পুলিশের অনুপস্থিতে বিভিন্ন সড়কে যানজট নিরসনে কাজ করছেন শিক্ষার্থীরা।

এস/

রাজধানী যান চলাচল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন