ছবি: সংগৃহীত
মডেলিং দিয়ে শুরু হলেও নাটক, সিনেমায় নিজের অবস্থান জানান দিয়েছেন শোবিজের পরিচিত মুখ সেমন্তী সৌমি। তবে নিজের স্টাইলিশ লুকের জন্য বেশি আকর্ষণে থাকেন তিনি। একইসঙ্গে তার ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের আগ্রহ কম নয়। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন সেমন্তী। সেখানে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হন এবং কেমন পাত্র চান তা নিয়েও কথা বলেন তিনি।
এদিকে আসছে ভালোবাসার বিশেষ দিন ভ্যালেন্টাইনস ডে। সে প্রসঙ্গে সেমন্তী জানালেন, এ বিষয়ে নাকি কোনো ধারণাই নেই অভিনেত্রীর!
আরও পড়ুন: বড় বেরসিক পুলিশ!
তবে জীবনে অনেক প্রেমের প্রস্তাব পেয়েছেন বলে দাবি সেমন্তীর। বলেন, ‘জীবনে অনেক প্রেমের অফার পেয়েছি, এখনও পাই। প্রেমের অফার পেয়ে পেয়ে অভ্যস্ত হয়ে গেছি।’
চলতি বছরেই বিয়ে করবেন এমন আভাস সেমন্তী দিয়েছিলেন বেশ আগেই। তবে এবার জানালেন, ২৫ কিংবা ২৬ সালে ইচ্ছা আছে বিয়ে করার।
কেমন পাত্র চান- এমন প্রশ্নের জবাবে সৌমি বললেন, ‘এমন ছেলে যার পার্সোনালিটি ভালো, ভালোবাসবে, একটু কেয়ারিং। একটা মেয়ে আসলে এর চেয়ে বেশি কী চায়?’
এসি/ আই.কে.জে/