ছবি: সংগৃহীত
কারাগারে পছন্দের খাবার না পেয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের মামলা করেছেন অস্ট্রেলিয়ার এক কারাবন্দি। তার অভিযোগ, কারাগারে ভেজিমাইট খেতে না দেয়ার মাধ্যমে তার সাংস্কৃতিক অধিকার লঙ্ঘন করা হচ্ছে। খবর সিএনএ'র।
৫৪ বছর বয়সী এ কারাবন্দির নাম অ্যান্ড্রে ম্যাকিকনি। তিনি আজীবন সাজাপ্রাপ্ত একজন আসামি। ১৯৯৪ সালে কুইন্সল্যান্ডে সংঘটিত একটি হত্যাকাণ্ডের দায়ে তিনি দোষী সাব্যস্ত হন। বর্তমানে তিনি পোর্ট ফিলিপের সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগারে রয়েছেন।
আর তার পছন্দের খাবার ভেজিমাইট ১৯২৩ সাল থেকে অস্ট্রেলিয়ায় তৈরি হচ্ছে। সকালের নাস্তা হিসেবে ভেজিমাইট খায় দেশটির অধিকাংশ নাগরিক।
ম্যাকিকনি জানিয়েছেন, ভেজিমাইট শুধু খাবার নয়, এটি অস্ট্রেলিয়ার সংস্কৃতির একটি অংশ। তাই আদালতের কাছে তার দাবি, অস্ট্রেলিয়ান খাদ্য তালিকায় এটি পাওয়ার অধিকার আছে তার।
ভিক্টোরিয়ার মানবাধিকার আইনে এমন অধিকার স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। তিনি চান, কারাগারের এ নিষেধাজ্ঞা পুনর্মূল্যায়ন করা হোক এবং কারা কর্তৃপক্ষ পর্যাপ্ত খাবার না দেয়ার দায় স্বীকার করুক।
২০০৬ সাল থেকে ভেজিমাইট ভিক্টোরিয়ার কারাগারে নিষিদ্ধ। কারা কর্তৃপক্ষ বলছে, এটি মাদক শনাক্তকারী কুকুরকে বিভ্রান্ত করতে পারে। এছাড়া এতে থাকা ইস্ট ব্যবহার করে বন্দিরা গোপনে মদ তৈরি করতে পারে। এসব কারণে এটিকে ‘কনট্রাব্যান্ড’ হিসেবে রাখা হয়েছে।
ম্যাকিকনির এ মামলা সবার কাছে সমানভাবে গ্রহণযোগ্য নয়। ভুক্তভোগী পরিবারের সদস্যেরা বলছেন, এটি তাদের ক্ষত আরো উসকে দিচ্ছে। হত্যার শিকার মেয়ের বাবা ও আইনজীবী জন হেরন বলেন, বন্দিরা সুবিধা পায়। কিন্তু ভুক্তভোগীর পরিবারের কথা কেউ ভাবে না।
ম্যাকিকনির এ মামলার বিচার শুরু হবে আগামী বছর। এ নিয়ে অস্ট্রেলিয়ার সমাজে চলবে আলোচনা, এক বয়াম ভেজিমাইট কি সত্যিই কারো সাংস্কৃতিক অধিকার নির্ধারণ করতে পারে!
খবরটি শেয়ার করুন