শুক্রবার, ১৩ই সেপ্টেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
২৯শে ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

জরিমানার পৌনে ১৪ লাখ টাকা পরিশোধ করলো ঢাকা ওয়াসা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৪ অপরাহ্ন, ১৪ই জুলাই ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিনা অনুমতিতে সড়ক খনন করার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) ১৩ লাখ ৭১ হাজার ৩৯২ টাকা জরিমানা দিয়েছে ঢাকা ওয়াসা। রোববার (১৪ই জুলাই) দুটি চেকের মাধ্যমে ডিএসসিসিকে জরিমানার এই অর্থ পরিশোধ করেছে সংস্থাটি। 

ডিএসসিসি কর্তৃপক্ষ গণমাধ্যমকে জানায় ওয়াসার এক প্রতিনিধি রোববার বিকেলে ডিএসসিসির অঞ্চল-৩ এর আঞ্চলিক কার্যালয়ে প্রকৌশল বিভাগের দপ্তরে গিয়ে সহকারী প্রকৌশলী আহসান হাবিবের কাছে চেক দুটি হস্তান্তর করেন।

আরও পড়ুন: দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, কাউকে ছাড়বো না: প্রধানমন্ত্রী

উল্লেখ্য যে, ডিএসসিসি’র কর অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল এর স্বাক্ষর জাল করে এবং অনুমোদন না নিয়ে গত ৮ই জুলাই লালবাগের শহীদ আবদুল আলীম খেলার মাঠ সংলগ্ন রাস্তা খনন করায় দক্ষিণ সিটি করপোরেশন খনন কাজে ওয়াসার ঠিকাদার কর্তৃক ব্যবহৃত মালামাল জব্দ করে। স্বাক্ষর জাল করার অপরাধে সেদিন রাতেই লালবাগ থানায় ওয়াসা নিযুক্ত ঠিকাদারী প্রতিষ্ঠান সিস্টেম ইঞ্জিনিয়ারিং লি. এর প্রকৌশলী সৈয়দ আবু জাফরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। 


ঘটনার পরিক্রমায় ৮ই জুলাই তারিখে ডিএসসিসি’র অঞ্চল-৩ এর নির্বাহী প্রকৌশলী মিঠুন চন্দ্র শীল সড়ক খনন নীতিমালা-২০১৯ এর ১.৩.৫ ধারা অনুযায়ী বিনা অনুমতিতে সড়ক খনন করায় ১৩ লক্ষ ৭১ হাজার ৩৯২ টাকা জরিমানা আরোপ করে ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তাকে পত্র দেয়। ঢাকা ওয়াসা গত ৯ই জুলাই দক্ষিণ সিটির সে পত্র গ্রহণ করে। 

ঢাকা ওয়াসার সংশ্লিষ্ট কর্মকর্তা বরাবরে প্রেরিত দক্ষিণ সিটির সেই পত্রে ৩ কার্যদিবসের মধ্যে চালান/ পে-অর্ডারের মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের খনন তহবিলে জরিমানার টাকা জমা দিতে অনুরোধ করা হয়। অন্যথায় বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পত্রে উল্লেখ করা হয়।

তারই প্রেক্ষিতে ঢাকা ওয়াসার সায়েদাবাদ পানি শোধনাগার (রক্ষণাবেক্ষণ) বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ মোস্তাকিম হোসেন তাদের নিযুক্ত ঠিকাদারকে জরিমানার অর্থ পরিশোধের নির্দেশ দেয় বলে জানা যায়। 

এসি/কেবি


ঢাকা ওয়াসা দক্ষিণ সিটি

খবরটি শেয়ার করুন