মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

নাবি জাতের আম চাষে ঝুঁকছেন নওগাঁর চাষিরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

নওগাঁয় গতানুগতিক আমের জাতগুলোর পাশাপাশি উন্নত নাবি (বিলম্ব) জাতের আম আবাদে ঝুঁকছেন চাষিরা। মূলত নাবি জাতের আম মৌসুমের শেষ দিকে বাজারে আসায় দাম বেশি পাওয়ায় লাভবান হন চাষিরা।

জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, নাবি জাতের আমের মধ্যে চলতি বছর আশ্বিনা, বারি আম-৪ সহ গৌড়মতি আমের ব্যাপক চাষ হয়েছে।

চাষি জিল্লুর বলেন, গত বছর বাজারে নাবি জাতের বারি আম-৪ প্রতিমণ বিক্রি হয়েছে সাড়ে ৫ হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত। এছাড়াও জেলার খুচরা বাজারে প্রতি কেজি বারি আম-৪ বিক্রি হয়েছে ১৫০ থেকে ১৭০ টাকায়। আশা করছি এ বছর আমের ভাল দাম পাব।

আরো পড়ুন: ময়মনসিংহের ২ টাকা কেজির শসা ঢাকায় বিক্রি হচ্ছে ৪০ টাকায়

সাপাহার উপজেলার আম চাষি রাশেদ বলেন, ৯০ বিঘা জমির আম বাগানে উন্নত জাতের বারি আম-৪-এর ১ হাজার ৩০০টি ও ১ হাজার ৭০০টি গৌড়মতি জাতের আমের গাছ রয়েছে। এবারই প্রথম বারি আম-৪ ও গৌড়মতি আম ধরেছে তার বাগানে।

জেলার কৃষি অধিদপ্তরেরর কর্মকর্তারা বলেন, বারি আম-৪ ও বারি আম-১২ (গৌড়মতি) উন্নত জাতের হাইব্রিড আম। এ দুটি জাতই নওগাঁয় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে দিনদিন।

এসি/ আই.কে.জে/ 



আম নওগাঁর চাষি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250