ছবি : সংগৃহীত
বাজারে উঠেছে কাঁচা আম। কাঁচা আম দিয়ে মজাদার মিষ্টি আচার বানিয়ে ফেলতে পারেন। সাড়া বছর রেখে খাওয়া যাবে এই আচার। রইলো রেসিপি-
আরো পড়ুন : লেবু-মুরগি ঝালের মজার রেসিপি
কাঁচা আম আঁটিসহ মাঝখান থেকে কেটে খোসা ছাড়িয়ে নিন। কাঁটাচামচ দিয়ে অনেকগুলো ছিদ্র করে নিন আমের গায়ে। এবার ফালি করে মাঝ থেকে কেটে নিন। একটি বাটিতে পানি নিয়ে নিন। এক টেবিল চামচ লবণ ও ১ চা চামচ ভিনেগার মিশিয়ে আমের টুকরোগুলো ডুবিয়ে রাখুন কয়েক ঘণ্টা। এতে আমের কষ বের হয়ে যাবে।
কয়েকটি শুকনা মরিচ কাঁচি দিয়ে কেটে নিন। কিছু স্লাইস করা আদা নিন। চুলায় হাঁড়ি দিয়ে ১/৪ কাপ সাদা ভিনেগার দিন। এক কাপ চিনি ভালো করে মিশিয়ে নিন। ফুটে উঠলে আমের টুকরা দিয়ে দিন। শুকনা মরিচের টুকরা ও আদার টুকরা দিয়ে মাঝারি আঁচে ফুটান। আচারের রঙ কালচে হয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে বয়ামে রেখে দিন।
এস/ আই.কে.জে/