রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন পূজা চেরি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৯ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

গত কয়েক বছর ধরে দুর্দান্ত সব সিনেমা দিয়ে আলোচনায় রয়েছেন ঢাকাই চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান। তবে মাঝে ব্যক্তিজীবন নিয়েও শিরোনামে উঠে এসেছিলেন। যদিও ব্যক্তিজীবন নিয়ে খুব একটা আগ্রহ দেখায়নি তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা। এরপরও তাকে নিয়ে বিভিন্ন সময় প্রেমের গুঞ্জন ছিল বিভিন্ন মাধ্যমে।

ঢালিউড সুপারস্টারের দুই সন্তান থাকলেও তাকে নিয়ে প্রেমের গুঞ্জন পিছু ছাড়েনি। কিছুদিন ধরে তার প্রায় অর্ধবয়সী চিত্রনায়িকা পূজা চেরির সঙ্গেও প্রেমের কথা শোনা গেছে। মূলত একটি সিনেমায় একসঙ্গে তারা কাজ করার পরই তাদের মধ্যকার প্রেমের কথা ছড়ায়।

এতদিন এ নিয়ে নানা চর্চা থাকলেও এবার বিষয়টি নিয়ে সরাসরি কথা বললেন পূজা চেরি। ‘দহন’ খ্যাত এ অভিনেত্রী জানান, তার অভিনীত সিনেমা নিয়ে যদি বলতে হয়, তাহলে সেসব নিয়ে নিখুঁতভাবে কথা বলতে পারবেন।

এছাড়া শাকিব খানের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে এ নায়িকা বলেন, এই ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেলে এ ধরনের গুঞ্জন ছড়াবেই। আবার কিছুদিন পর দেখা যায় ওই সবই মিথ্যা। তবে শিল্পীদের সবসময় তাদের কাজ দিয়ে বিচার করা উচিত। আর নায়কের সঙ্গে নতুন কোনো কাজে যুক্ত হওয়া প্রসঙ্গে পূজা বলেন, কাজ হলে অবশ্যই তা আপনারা দেখতে পাবেন।

উল্লেখ্য, অনেকেরই ধারণা এ নায়কের সঙ্গে ‘গলুই’ সিনেমা করতে গিয়ে প্রেমের সম্পর্ক হয় পূজা চেরির। এমনটাও চর্চা ছিল, সেই সম্পর্কের কারণে নাকি শাকিব খানের দ্বিতীয় স্ত্রী শবনম বুবলীর সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটেছিল পূজার। যদিও এসবের পক্ষে কখনো কোনো জোরালো প্রমাণ পাওয়া যায়নি।

এদিকে নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় নতুন কাজে যুক্ত হচ্ছেন পূজা চেরি। এবার এ নির্মাতার ওয়েব সিরিজে কাজ করছেন অভিনেত্রী। হয়তো হঠাৎ শাকিব খানের সঙ্গে কাজের খবরও চলে আসবে বলে জানিয়েছেন পূজা চেরি।

ওআ/ আই.কে.জে/


পূজা চেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250