সবশেষ দুই বিপিএলেই চ্যাম্পিয়ন হয়েছে ফরচুন বরিশাল। ফাইল ছবি
২০২৬ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজনের তোড়জোড় এরই মধ্যে শুরু করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সব ঠিকঠাক থাকলে ১২তম বিপিএলের প্লেয়ার্স ড্রাফট হবে অক্টোবর মাসে। তার আগে আগস্টে হবে দল বাছাই।
বিসিবি কার্যালয়ে আজ বুধবার (২রা জুলাই) ২০২৬ বিপিএল নিয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম। বিকেলে গ্রাউন্ডস বিভাগের কিউরেটরদের নিয়ে তিনদিনের কর্মশালা শেষে মাহবুব আনাম বলেন, ‘আমি মনে করি, বিপিএলের প্লেয়ার্স ড্রাফট অক্টোবরের আগে হবে না।’
তিনি বলেন, ‘যদি আমরা স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির সঙ্গে আয়োজন-ব্যবস্থাপনার কাজ আগস্টের মাঝামাঝি সময়ে শেষ করতে পারি, তবে আগস্টের শেষ নাগাদ ফ্র্যাঞ্চাইজি বাছাইয়ে যেতে পারব। এরপর যদি সেপ্টেম্বরের মধ্যে সেই প্রক্রিয়া শেষ হয়, তাহলে আমরা অক্টোবরে ড্রাফট আয়োজনের অবস্থানে থাকব।’
১১তম আসরের পর পুরোনো ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ শেষ হয়েছে বলে জানান মাহবুব আনাম। বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান বলেন, ‘এখন নতুন ফ্র্যাঞ্চাইজি চূড়ান্ত করার প্রক্রিয়ায় যাচ্ছে বোর্ড।’