শুক্রবার, ৫ই জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
২১শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

শনিবার জানা যাবে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়বে কি না

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি অব্যাহত থাকবে নাকি বিকল্প পদ্ধতিতে ক্লাস চলবে সে বিষয়ে শনিবার (২৭শে এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা প্রতিমন্ত্রী বেগম শামসুন নাহার।

বৃহস্পতিবার (২৪শে এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানান তিনি। 

শিক্ষা প্রতিমন্ত্রী জানান, রোববার (২৮শে এপ্রিল) শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে শনিবার (২৭শে এপ্রিল) সিদ্ধান্ত নেওয়া হবে। শিক্ষা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী সরকারি সফরে সুইজারল্যান্ডে রয়েছে। শনিবার তার দেশে ফেরার কথা রয়েছে। এর মধ্যে তার সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন সচিবসহ সংশ্লিষ্টরা। যেহেতু শনিবার পর্যন্ত ছুটি আছে তাই আগেভাগেই কোনো সিদ্ধান্ত জানাতে চায় না শিক্ষা মন্ত্রণালয়। 

আরো পড়ুন: আর বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি, অনলাইন ক্লাসের চিন্তা

সংশ্লিষ্টরা বলছেন, নতুন করে আরও তিন দিনের হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই তিন দিন পর তাপমাত্রা কমবে কি না সেটারও নিশ্চয়তা নেই। পুরো এপ্রিল মাসজুড়েই তাপপ্রবাহ চলমান থাকবে। মে মাসে শুরুতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই আরও এক সপ্তাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়তে পারে। তবে সেটি ভিন্ন কৌশলে। অর্থাৎ শিক্ষার্থীদের সরাসরি স্কুল কলেজে যেতে হবে না। তারা অনলাইনে ক্লাস করবে। তাপমাত্রা যদি কিছুটা কমে তবে মর্নিং শিফট চালুর চিন্তা রয়েছে। সব কিছুই নির্ভয় করছে আবহাওয়ার বুলেটিং ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশের ওপর।

জানতে চাইলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরর পরিচালক প্রফেসর সৈয়দ জাফর আলী বৃহস্পতিবার (২৫শে এপ্রিল) দুপুরে গণমাধ্যমকে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে বিভিন্ন রকমের ভাবনা রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত দেবে সরকার। আমরা তীব্র তাপপ্রবাহের মধ্যে কীভাবে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখা যায় সে বিষয়ে ভাবছি। সেটা অনলাইন হতে পারে বা মর্নিং শিফটে হতে পারে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে পরিস্থিতি ওপর।

এর আগে গত ২০শে এপ্রিল চলমান তাপপ্রবাহে শিশু শিক্ষার্থীদের স্বাস্থ্য ও সুরক্ষা বিবেচনায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে ৭ দিনের ছুটি ঘোষণা করে মাউশি। এর ফলে আগামী ২৮শে এপ্রিল শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা।

এইচআ/  

তীব্র তাপপ্রবাহ শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি

খবরটি শেয়ার করুন