ছবি: সংগৃহীত
১৬ই জুলাই শহীদ দিবস এবং ৫ই আগস্ট গণঅভ্যুত্থান দিবস পালনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ রোববার (২৯শে জুন) উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ৮ই আগস্ট কোনো বিশেষ দিবস পালন হবে না।
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আজ বেলা ২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
এর আগে ২৫শে জুন অন্তবর্তীকালীন সরকার গঠনের দিন ৮ই আগস্টকে নতুন বাংলাদেশ দিবস হিসেবে ঘোষণা করেছিল সরকার। এ ছাড়া ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাঈদের নিহতের দিনটি ১৬ই জুলাই শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা করে আলাদা পরিপত্র জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ।
খবরটি শেয়ার করুন