ভারতীয় বিমানবাহিনী প্রধান এপি সিং। ছবি: সংগৃহীত
পাকিস্তানের সঙ্গে চার দিনের সংক্ষিপ্ত যুদ্ধ শেষ হওয়ার চার মাস পর এসে ভারত দাবি করছে যে, দেশটির অন্তত পাঁচটি যুদ্ধবিমান তারা ধ্বংস করেছে। ভারতীয় বিমানবাহিনীর প্রধান এপি সিং দাবি করেছেন, অপারেশন সিঁদুরের সময় তার দেশ পাকিস্তান বিমানবাহিনীর আমেরিকার তৈরি অন্তত পাঁচটি এফ-১৬ এবং চীনা তৈরি জে-১৭ যুদ্ধবিমান ধ্বংস করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ শুক্রবার (৩রা অক্টোবর) এয়ার চিফ মার্শাল এপি সিং দাবি করেছেন, ভারতের বিমান ধ্বংস হওয়ার বিষয়টি প্রোপাগান্ডা। তিনি বলেন, এটি কেবল পাকিস্তানি সেনাবাহিনীর প্রোপাগান্ডা, যাতে দেশবাসী বিভ্রান্ত হয়।
এপি সিং আরও দাবি করেন, পাকিস্তানই ভারতের কাছে যুদ্ধবিরতি চেয়েছিল। এর মাধ্যমে তিনি ভারত সরকারের বারবারের দাবিকে পুনর্ব্যক্ত করলেন যে, চলতি বছরের ১০ই মে বন্ধ হওয়া যুদ্ধের আগে মূলত ইসলামাবাদ শান্তি চেয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ বা দুই দেশের ওপর চাপ দেওয়ার ফল নয়।
তিনি আরও বলেন, বিশ্ব দেখেছে ভারতীয় সেনাবাহিনীর শক্তি ও সুনির্দিষ্ট কার্যক্রম। জম্মু-কাশ্মীরের পেহেলগাম এলাকায় সন্ত্রাসবাদী হামলার প্রতিশোধে ভারত পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মীরে ৯টি সন্ত্রাসী ক্যাম্প এবং ঘাঁটি ধ্বংস করেছে।
তিনি বলেন, ‘অপারেশন সিঁদুরে দেখা গেছে—নিষ্পাপ মানুষ হত্যা করার জন্য সন্ত্রাসীরা মূল্য চুকিয়েছে...এবং বিশ্ব দেখেছে আমরা আমাদের লক্ষ্য অর্জন করেছি। আমরা ৩০০ কিলোমিটারজুড়ে লক্ষ্যবস্তুতে হামলা করেছি, এরপর তারা (পাকিস্তান) যুদ্ধবিরতি চেয়েছে।’
গত চার মাসে ট্রাম্প বেশ কয়েকবার এই যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করেছেন। তিনি জাতিসংঘের সাধারণ অধিবেশনে এবং অন্য বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকে এমন বক্তব্য দিয়েছেন। গত বুধবারও তিনি আমেরিকার সামরিক কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, ‘আমার হস্তক্ষেপে ভারতের সঙ্গে পাকিস্তানকেও নিয়ন্ত্রণে আনা হলো। আমি উভয়কে ফোন করেছি এবং এ ক্ষেত্রে আমি ব্যবসার বিষয়টি ব্যবহার করেছি।’
খবরটি শেয়ার করুন