শনিবার, ২৯শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ফের শুরু ভারত থেকে আলু আমদানি, কমতে পারে দাম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫১ পূর্বাহ্ন, ১০ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

এক মাস বিরতির পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু হয়েছে। এতে দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে আসবে বলে মত দিয়েছেন ব্যবসায়ীরা।

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন গণমাধ্যমকে বলেন, এক মাস বন্ধের পর শনিবার (৯ই মার্চ) থেকে আবারো বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। ফলে সরকারের রাজস্ব যেমন বাড়ছে তেমনি বন্দরের আয় বাড়বে। আমদানিকারকরা বন্দর থেকে যাতে সহজে আলু ছাড় করাতে পারেন, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করেছি আমরা। 

শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে আলুবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। এখন পর্যন্ত তিন ট্রাকে ৬৯ টন আমদানি হয়েছে। ভারতের পল ট্রেডিং প্রতিষ্ঠান এসব আলু রফতানি এবং দেবনাথ ভান্ডার আমদানি করেছে।  সর্বশেষ ৬ই ফেব্রুয়ারি আলু আমদানি হয়েছিল। 

আরো পড়ুন: কুমিল্লা সিটির প্রথম নারী মেয়র হলেন সূচনা

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সারোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, আলুর ভরা মৌসুমে দাম বাড়ায় বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার। গত ৩রা ফেব্রুয়ারি থেকে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু হয়। চার দিন পর বন্ধ হয়ে যায়। কারণ আমদানি শুরু হওয়ার ফলে দাম কমে যায়। দেশের বাজারে বিক্রি হচ্ছিল ২০ টাকায়। এতে লোকসান হওয়ায় আমদানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি আবারো দাম বাড়তে শুরু করে। এতে বাজার নিয়ন্ত্রণে আমদানি শুরু হয়। ফলে আবারো দাম কমবে।’

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, বাজার নিয়ন্ত্রণে গত পহেলা ফেব্রুয়ারি আলু আমদানির অনুমতি দিয়েছিল সরকার। হিলি স্থলবন্দরের ৫০ জন ব্যবসায়ী ৩৫ হাজার টন আমদানির অনুমতি পেয়েছিলেন।

গত ৩রা ফেব্রুয়ারি থেকে আমদানি শুরু হয়। এরপর আমদানি বন্ধ হয়ে যায়। শনিবার থেকে আবারো শুরু হয়েছে। ১৫ই মার্চ পর্যন্ত আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।

এইচআ/ 

ভারত হিলি স্থলবন্দর আলু আমদানি

খবরটি শেয়ার করুন