মঙ্গলবার, ৭ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সুস্থ হয়েই চেন্নাইয়ের পথে ছুটলেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৪ অপরাহ্ন, ২৬শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

সুস্থ হয়ে রবিবার মুম্বাইয়ের কালিনা বিমানবন্দর থেকে চেন্নাইয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন শাহরুখ খান। তার সাথে আছেন মেয়ে সুহানা খান, ছোট ছেলে আবরাম খান, এবং তার বোন শেহনাজ।

আইপিএল ফাইনালে চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে সান রাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হতে চলেছে কেকেআর। দ্বিতীয় আইপিএল ট্রফি ঘরে আনার আশায় বলিউড সুপারস্টার শাহরুখ খান তার পুরো পরিবার রওনা দিয়েছেন চেন্নাইয়ের পথে।

আরো পড়ুন: ঘূর্ণিঝড়ের সময় ওদের প্রতি মানবিক হতে বললেন শ্রীলেখা

বিমানবন্দরে ঢোকার সময় শাহরুখ একটি প্রিন্টেড হুডি পরেছিলেন এবং মাথা ঢেকে রেখেছিলেন। সুবিশাল ছাতার নীচ দিয়ে হুডিতে হেঁটে যেতে দেখা গেছে শাহরুখকে।

গত বুধবার আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল শাহরুখ খানকে। এরপর বৃহস্পতিবার মুম্বাইয়ে ফিরেন এ তারকা। ডিহাইড্রেশন ও হিট স্ট্রোকের কারণেই হাসপাতালে ভর্তি হন তিনি।

শাহরুখ আপতত শুটিং থেকে দূরে রয়েছেন সুপারস্টার। শোনা যাচ্ছে, আগামী জুন-জুলাইতে ‘কিং’-এর শুটিং শুরু করবেন অভিনেতা। এই ছবিতে মেয়ে সুহানার সঙ্গে অভিনয় করবেন অভিনেতা।

সূত্র:টাইমস অব ইন্ডিয়া

এসি/

শাহরুখ খান চেন্নাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250