শনিবার, ২৯শে জুন ২০২৪ খ্রিস্টাব্দ
১৪ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

প্রেমের টানে জয়পুরহাটে এসে ঘর বাঁধলেন ইন্দোনেশিয়ান তরুণী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৫ অপরাহ্ন, ২২শে জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রেম মানে না কোনো বাধা। প্রেমানুভূতির নেই কোনো সীমানা। সাত সাগর তের নদী পেরিয়ে প্রেমিক-প্রেমিকার মিলনেই যেন প্রেমের সার্থকতা।

তাই তো হাজার মাইল পাড়ি দিয়ে নিজের দেশের গণ্ডি পেরিয়ে সুদূর ইন্দোনেশিয়া থেকে জয়পুরহাটে এসে শাকিউল ইসলাম (২৯) নামে এক যুবকের সঙ্গে ঘর বাঁধলেন ইন্দোনেশিয়ান তরুণী তারাডা বার্লিয়াম মেগানন্দ (২৭)।

এ ঘটনায় এলাকায় রীতিমতো হইচই পড়েছে। অনেকেই বিদেশি বউকে দেখতে ছুটে আসছেন শাকিউলের বাড়িতে।

শাকিউল ইসলাম জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার কুশুম শহর গ্রামের আমিনুর ইসলামের ছেলে। শাকিউলের স্ত্রী তারাডা বার্লিয়াম মেগানন্দ ইন্দোনেশিয়ার জাম্বী প্রদেশের পদজাদজারন বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে কর্মরত আছেন। তার বাবার নাম লাসিমিন।

জানা গেছে, বর শাকিউল ইসলাম ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। সেখানে ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-২৪ নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে ইন্দোনেশিয়ার তরুণী তারাডা বার্লিয়াম মেগানন্দের সাথে পরিচয় হয় তার। এরই একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত দুই মাস আগে শাকিউল ঢাকা থেকে ইন্দোনেশিয়ায় যান। সেখানে গত ১০ই জুন ওই দেশের রীতি অনুযায়ী পারিবারিকভাবে ওই তরুণীকে বিয়ে করেন তিনি। এরপর ১৮ই জুন তারা দু’জন জয়পুরহাটের বাড়িতে আসেন। এসময় নবদম্পতিকে দেখার জন্য এলাকার উৎসুক জনতা ভিড় জমায়।

এ বিষয়ে প্রেমিক শাকিউল ইসলাম বলেন, ইন্টারন্যাশনাল ভাষা শিক্ষা ফোরাম স্পিকিং-২৪ এর মাধ্যমে দীর্ঘ পাঁচ বছর যাবত তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমি তার দেশে গিয়ে ওই দেশের রেওয়াজ অনুসারে তাকে বিয়ে করেছি। বৃহস্পতিবার (২০শে জুন) আমাদের রেওয়াজ অনুসারে বউভাত অনুষ্ঠান করা হবে।

তারাডা বার্লিয়াম মেগানন্দ বলেন, বাংলাদেশে এসে খুবই ভালো লাগছে। এখানকার মানুষের সঙ্গে খুব সহজেই মিশতে পারছি। বাংলাদেশের খাবার ও সংস্কৃতি আমার খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি।

ওআ/ আই.কে.জে/

প্রেম

খবরটি শেয়ার করুন