সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

‘রামায়ণে’ রামের চরিত্রে রণবীর, কে হচ্ছেন সীতা?

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতীয় মহাকাব্য রামায়ণ অবলম্বনে পরিচালক নীতেশ যে একটি সিনেমা তৈরি করতে চলেছেন সে খবর অনেক আগেই জানা গিয়েছিল। তবে ছবির নাম ঘোষণা করা হলেও বিভিন্ন কারণে পিছিয়ে যাচ্ছিল সিনেমার শুটিং। অবশেষে জানা গেছে, মার্চের প্রথম সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে এই সিনেমাটি শুটিং।

‘দঙ্গল’ ছবির পরিচালক নীতেশ তিওয়ারি এবার তৈরি করতে চলেছেন ‘রামায়ণ’। দুটি ভাগে মুক্তি পাবে এ সিনেমাটি। প্রথম অংশের শুটিং শুরু হবে মার্চে।

২০২৫ সালের মধ্যে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনাও রয়েছে সংশ্লিষ্টদের। তবে এর আগেই সাই পল্লবীর জায়গায় সীতার ভূমিকায় জাহ্নবী কাপুরের নাম নিয়ে নানা আপত্তি ভক্তদের।

পরিচালক ওম রাউতের 'আদিপুরুষ'-এর পর এবার রামের গল্প শোনাতে চলেছেন নীতীশ তিওয়ারিও। তবে ছবির শুটিং শুরুর আগেই ছবির কলাকুশলী নিয়ে নানা ধরনের খবর শোনা যাচ্ছে। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, যেখানে রামের ভূমিকায় অভিনয় করবেন রণবীর কাপুর।

বিভীষণের ভূমিকায় অভিনয় করবেন বিজয় সেতুপতি, হনুমানের ভূমিকায় অভিনয় করবেন সানি দেওল এবং কৈকেয়ীর চরিত্রে অভিনয় করবেন লারা দত্ত। একই সময়ে মাতা সীতার ভূমিকায় প্রথমে আলিয়া ও পরে সাই পল্লবীর নাম উঠে আসছে। এসবের মধ্যে, একটি গুঞ্জনও উঠেছে যে অভিনেত্রী জাহ্নবী কপুর সাই পল্লবীর পরিবর্তে ছবিতে সীতার ভূমিকায় অভিনয় করতে চলেছেন।

আরো পড়ুন: আমরা বন্ধুত্বপূর্ণভাবে আলাদা হয়েছি : এশা দেওল

রামায়ণ নিয়ে মানুষের মধ্যে নানা কৌতূহল রয়েছে। কয়েক দিন আগে ‘রামায়ণ’ সিনেমায়  জাহ্নবী কপুর সীতার ভূমিকায় অভিনয় করতে পারেন বলে আলোচনা শুরু হয়। এ খবরে বিরক্ত ভক্তরা। তাদের দাবি জাহ্নবীকে এই চরিত্রে খুব খারাপ দেখাবে।

শুধু তাই নয়, কেউ কেউ আরও বলেছেন যে নির্মাতারা সাই পল্লবীর জায়গায় অন্য যেকোনো অভিনেত্রীকে কাস্ট করলে তা হবে বলিউডের ইতিহাসে সবচেয়ে খারাপ কাস্টিং। একইসঙ্গে কেউ কেউ এটাও বলেছেন, এমনটা হলে মানুষ রাস্তায় নেমে এই সিনেমা বন্ধের প্রতিবাদ করবে।

এসি/ আই. কে. জে/ 


রণবীর ‘রামায়ণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন