ছবি : সংগৃহীত
সঞ্চয়পত্র কিংবা বিভিন্ন ব্যাংক ডিপোজিটে টাকা রাখার চেয়ে গোল্ড বা সোনায় বিনিয়োগ অনেক বেশি লাভজনক। কেননা সোনার দাম দিনকে দিন শুধু বেড়েই চলেছে। গত এক বছরে ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। ২০২৪ সালে দাম ২৪.৫৩ শতাংশ বেড়ে প্রতি ভরিতে ১৩৮,২৮৮ টাকায় উঠেছে হলুদ এই ধাতুটির দাম। এ জন্য সোনা সবচেয়ে আকর্ষণীয় ও নিরাপদ বিনিয়োগের হাতিয়ারে পরিণত হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ভাইস-প্রেসিডেন্ট মাসুদুর রহমান জানান, অনেক লোকই এখন স্বল্প সময়ে ভালো লাভের আশায় গোল্ডে বিনিয়োগ করছেন। বিশেষ করে মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত শ্রেণির লোকজন।
বাজুসের মতে, অর্থনৈতিক অস্থিরতা, দুর্বল টাকা এবং সঞ্চয় সরঞ্জামগুলিতে সুদের হার হ্রাসের কারণে সোনা আপাতদৃষ্টিতে দাম বৃদ্ধির সমার্থক হয়ে উঠেছে। যা মূল্যবান এই ধাতুকে মধ্য ও উচ্চ-মধ্যম আয়ের লোকদের জন্য একটি নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে পরিণত করেছে।
যদিও স্থানীয় সোনার বাজার গত দুই থেকে তিন বছর ধরে বেশ অস্থির ছিল। তবে এটি সোনার বিনিয়োগকারীদের জন্য কোনও উদ্বেগের কারণ ছিল না।
অতীত অভিজ্ঞতা ও পরিসংখ্যান থেকে দেখা গেছে, বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহ বা অর্থনৈতিক অস্থিরতার সময়ে স্বর্ণকে মানুষ নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নেয়।