বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হিন্দুপল্লিতে হামলা: গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি কাল *** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের *** ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু *** ৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে, খসড়া চূড়ান্ত *** ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে, ইরানের ভিত্তি কতটা মজবুত: খামেনি *** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ

কেন বিনিয়োগের আকর্ষণীয় খাত এখন ‌‌‌‘সোনা’

ইব্রাহীম খলিল জুয়েল

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৫

#

ছবি : সংগৃহীত

সঞ্চয়পত্র কিংবা বিভিন্ন ব্যাংক ডিপোজিটে টাকা রাখার চেয়ে গোল্ড বা সোনায় বিনিয়োগ অনেক বেশি লাভজনক। কেননা সোনার দাম দিনকে দিন শুধু বেড়েই চলেছে।  গত এক বছরে ৬২ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। ২০২৪ সালে দাম ২৪.৫৩ শতাংশ বেড়ে প্রতি ভরিতে ১৩৮,২৮৮ টাকায় উঠেছে হলুদ এই ধাতুটির দাম। এ জন্য সোনা সবচেয়ে আকর্ষণীয় ও নিরাপদ বিনিয়োগের হাতিয়ারে পরিণত হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) ভাইস-প্রেসিডেন্ট মাসুদুর রহমান জানান, অনেক লোকই এখন স্বল্প সময়ে ভালো লাভের আশায় গোল্ডে বিনিয়োগ করছেন। বিশেষ করে মধ্যবিত্ত ও উচ্চমধ্যবিত্ত শ্রেণির লোকজন।

বাজুসের মতে, অর্থনৈতিক অস্থিরতা, দুর্বল টাকা এবং সঞ্চয় সরঞ্জামগুলিতে সুদের হার হ্রাসের কারণে সোনা আপাতদৃষ্টিতে দাম বৃদ্ধির সমার্থক হয়ে উঠেছে। যা মূল্যবান এই ধাতুকে মধ্য ও উচ্চ-মধ্যম আয়ের লোকদের জন্য একটি নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে পরিণত করেছে।

যদিও স্থানীয় সোনার বাজার গত দুই থেকে তিন বছর ধরে বেশ অস্থির ছিল। তবে এটি সোনার বিনিয়োগকারীদের জন্য কোনও উদ্বেগের কারণ ছিল না।

অতীত অভিজ্ঞতা ও পরিসংখ্যান থেকে দেখা গেছে, বিশ্বজুড়ে যুদ্ধ বিগ্রহ বা অর্থনৈতিক অস্থিরতার সময়ে স্বর্ণকে মানুষ নিরাপদ বিনিয়োগের মাধ্যম হিসেবে বেছে নেয়।

আই.কে.জে/

সোনা ইব্রাহীম খলিল জুয়েল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন