শুক্রবার, ২২শে নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

থানায় থানায় পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি চলাকালে দেশের প্রায় সব থানা-পুলিশের কার্যালয়ে হামলা চালিয়ে লুটপাট ও ভাঙচুর করে আগুনে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। সেই তছনছ হয়ে থাকা থানার ভেতরে ও বাইরে ময়লা-আবর্জনা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা।

শনিবার (১০ই আগস্ট) সকাল থেকে তারা এই কার্যক্রম শুরু করেছেন। এর অংশ হিসেবে  মোহাম্মদপুর থানা পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। এলাকার বিভিন্ন স্কুল ও কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে থানাটিকে ঝকঝকে করে তুলছেন।  এ সময় তাদের সাথে সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে। তারাও তাদের সাথে বিভিন্নভাবে সহযোগিতা করছেন।

এদিকে রাজধানী ঢাকাসহ সারা দেশের সড়কের শৃঙ্খলা ও সৌন্দর্য ফেরাতে দিনরাত কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন পয়েন্টে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সম্মিলিত ভাবে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। এসময় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বিএনসিসি সদস্যদেরও দেখা যায়।

শিক্ষার্থীরা গণমাধ্যমকে জানান, ট্রাফিক পুলিশের অনুপস্থিতিতে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে তারা এই দায়িত্ব পালন করছেন। যান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি সবাইকে ট্রাফিক আইন মানতেও উদ্ধুদ্ধ করছেন তারা।

ওআ/কেবি

শিক্ষার্থীরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন