ছবি: সংগৃহীত
ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের নতুন মন্ত্রিসভায় আইন ও বিচার মন্ত্রণালয়ে প্রথমবারের মতো দায়িত্ব পেয়েছেন শাবানা মাহমুদ নামের একজন মুসলিম নারী। শনিবার (৭ই জুলাই) গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শাবানা মাহমুদের জন্ম বার্মিংহামে। তিনি পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীর বংশোদ্ভূত। তার বাবা মা কাশ্মীরের মিরপুরের বাসিন্দা ছিলেন। ১৯৮১ থেকে ১৯৮৬ সাল পর্যন্ত সৌদি আরবের তায়েফে কাটিয়েছেন শাবানা।
ব্রিটিশ নাগরিক নন, এমন প্রথম মুসলিম নারী হিসেবে ২০১০ সালে হাউস অব কমন্সে নির্বাচিত হন শাবানা। একই বছরে বাংলাদেশি বংশোদ্ভুত রুশনারা আলি ও পাকিস্তানি বংশোদ্ভূত ইয়াসমিন কুরেশি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
আরো পড়ুন: হাজিদের আবাসন নিবন্ধন আজ শুরু
শাবানা মাহমুদ কেবল প্রথম নারী মুসলিম বিচারমন্ত্রীই নন, তিনি দেশটির ইতিহাসে দ্বিতীয় নারী যিনি লর্ড অব চ্যান্সেলর নামক প্রাচীন পদটিও গ্রহণ করেছেন।
শাবানা এর আগে ব্রিটেনের স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের ছায়ামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সাল তিনি লেবার পার্টির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন তিনি।
সূত্র: ফক্স নিউজ
এইচআ/ আই.কে.জে/