বৃহস্পতিবার, ৩রা এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ
২০শে চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে শুল্ক ইস্যুর ইতিবাচক সমাধান হবে: প্রধান উপদেষ্টা *** চাকরিপ্রার্থী না হয়ে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার *** যারা 'ধর্মনিরপেক্ষ বাংলাদেশ' চান, তাদের উদ্দেশ্যে যা বললেন ডেভিড বার্গম্যান *** আমেরিকা থেকে আমদানি পণ্যের শুল্ক পর্যালোচনা করছে বাংলাদেশ: প্রেস সচিব *** বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করল আমেরিকা *** বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা *** ২৬ কোটি টাকায় ঈদের ৬ সিনেমা *** স্বামীকে ইউক্রেনীয় নারীদের ধর্ষণে উৎসাহ, রুশ নারীর কারাদণ্ড *** ঈদের ছুটিতে রাজধানীতে নিরাপত্তার শঙ্কা *** ড. ইউনূসের 'সেভেন সিস্টার্স' নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিলেন হাই রিপ্রেজেন্টেটিভ

ভারতের লোকসভা নির্বাচন: প্রথম ধাপে ভোট পড়লো ৬০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ পূর্বাহ্ন, ২০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতে লোকসভা নির্বাচনে শুক্রবার (১৯শে এপ্রিল) প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনের ভোটগ্রহণ করা হয়েছে। 

দেশটির জাতীয় নির্বাচন কমিশন এদিন সন্ধ্যায় জানিয়েছে, প্রচণ্ড দাবদাহের মধ্যেই ভোট পড়েছে ৬০ শতাংশ। সাত ধাপের এই ভোটে প্রথম ধাপে পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। 

যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে, সেগুলো হলো— আন্দামান-নিকোবর, অরুণাচল, আসাম, বিহার, ছত্তিশগড়, জম্মু-কাশ্মীর, লাক্ষা দ্বীপ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পদুচেরি, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের হিসাব অনুসারে, ১৬ কোটির বেশি ভারতীয়র ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল গতকাল। প্রস্তুত ছিল ২ লাখ ভোটকেন্দ্র। 

পশ্চিমবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট সম্পন্ন হয়েছে গতকাল। কোচবিহারের দিনহাটা শীতলকুচি ও চাপামারীতে ঘন ঘন উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

আরও পড়ুন: ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু

ভোটের দিন সকালে আউটার মণিপুরের মৈরাঙ বিধানসভার থামানপোকপি এলাকায় একটি বুথ লক্ষ্য করে কয়েকটি গুলি চালায় দুষ্কৃতকারীরা। ভোটের লাইনে যারা দাঁড়িয়ে ছিলেন, আতঙ্কে তারা পালানোর চেষ্টা করেন। এসময় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই এলাকায়। ঘটনায় তিনজন আহত হয়েছেন। আকস্মিক এই ঘটনা ঘটার পরে বেশ কিছুক্ষণ ভোট প্রক্রিয়া স্থগিত রাখা হয়, পরে পরিস্থিতি আয়ত্তে এলে ভোটগ্রহণ আবার শুরু হয়। 

যদিও এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়েছে নির্বাচন কমিশন। সরকারি সূত্রের খবর, রাজ্য সরকার ও রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের ভূমিকায় অসন্তুষ্ট কমিশন। এমন পরিস্থিতি তৈরি হতে পারে তেমন কোনো আভাস সরকারি রিপোর্টে ছিল না। 

উল্লেখ্য, লোকসভায় ৫৪৩টি আসনে ভোট হবে ৭ ধাপে। ভোট চলবে আগামী ১ লা জুন পর্যন্ত। ভোটের ফল প্রকাশ করা হবে ৪ঠা জুন।

এসকে/ আই.কে.জে/

ভোটগ্রহণ ভারতের লোকসভা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন