বুধবার, ১৪ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাহরানে প্রবাসীর বাসায় অনেক পোস্টাল ব্যালট, ব্যবস্থা চায় বিএনপি *** অভ্যুত্থানের পর দেশে আট মাস যেভাবে পালিয়ে ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী *** পাকিস্তানের ‘দরদ’ দেখানোর প্রয়োজন নেই, বিশ্বকাপ ক্রিকেট প্রসঙ্গে হামিন *** চট্টগ্রাম বন্দরে চাকরি পেলেন ৯ জুলাই যোদ্ধা *** যে ইস্যুতে সেনাপ্রধানের হস্তক্ষেপ চায় বিএনপি *** ‘সাংবাদিকদের স্নাতক হওয়ার বাধ্যবাধকতায় সাংবিধানিক অধিকার খর্ব হবে’ *** বাম ও মধ্যপন্থী মতাদর্শের তরুণদের নেতৃত্বে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম আসছে *** শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই *** বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান *** ইরানের সরকার স্বীকার করল নিহত ২০০০—বেসরকারি সূত্রমতে ১২০০০

ভারতের লোকসভা নির্বাচন: প্রথম ধাপে ভোট পড়লো ৬০ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ পূর্বাহ্ন, ২০শে এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

ভারতে লোকসভা নির্বাচনে শুক্রবার (১৯শে এপ্রিল) প্রথম ধাপের ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনের ভোটগ্রহণ করা হয়েছে। 

দেশটির জাতীয় নির্বাচন কমিশন এদিন সন্ধ্যায় জানিয়েছে, প্রচণ্ড দাবদাহের মধ্যেই ভোট পড়েছে ৬০ শতাংশ। সাত ধাপের এই ভোটে প্রথম ধাপে পশ্চিমবঙ্গসহ বেশ কয়েকটি রাজ্যে সংঘর্ষের খবরও পাওয়া গেছে। 

যেসব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোট হয়েছে, সেগুলো হলো— আন্দামান-নিকোবর, অরুণাচল, আসাম, বিহার, ছত্তিশগড়, জম্মু-কাশ্মীর, লাক্ষা দ্বীপ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পদুচেরি, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখন্ড, উত্তর প্রদেশ ও পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের হিসাব অনুসারে, ১৬ কোটির বেশি ভারতীয়র ভোটাধিকার প্রয়োগ করার কথা ছিল গতকাল। প্রস্তুত ছিল ২ লাখ ভোটকেন্দ্র। 

পশ্চিমবঙ্গের তিন জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভোট সম্পন্ন হয়েছে গতকাল। কোচবিহারের দিনহাটা শীতলকুচি ও চাপামারীতে ঘন ঘন উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটে। 

আরও পড়ুন: ভারতে লোকসভা নির্বাচনে প্রথম ধাপের ভোটগ্রহণ শুরু

ভোটের দিন সকালে আউটার মণিপুরের মৈরাঙ বিধানসভার থামানপোকপি এলাকায় একটি বুথ লক্ষ্য করে কয়েকটি গুলি চালায় দুষ্কৃতকারীরা। ভোটের লাইনে যারা দাঁড়িয়ে ছিলেন, আতঙ্কে তারা পালানোর চেষ্টা করেন। এসময় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এই এলাকায়। ঘটনায় তিনজন আহত হয়েছেন। আকস্মিক এই ঘটনা ঘটার পরে বেশ কিছুক্ষণ ভোট প্রক্রিয়া স্থগিত রাখা হয়, পরে পরিস্থিতি আয়ত্তে এলে ভোটগ্রহণ আবার শুরু হয়। 

যদিও এই পরিস্থিতিতে অস্বস্তিতে পড়েছে নির্বাচন কমিশন। সরকারি সূত্রের খবর, রাজ্য সরকার ও রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসারের ভূমিকায় অসন্তুষ্ট কমিশন। এমন পরিস্থিতি তৈরি হতে পারে তেমন কোনো আভাস সরকারি রিপোর্টে ছিল না। 

উল্লেখ্য, লোকসভায় ৫৪৩টি আসনে ভোট হবে ৭ ধাপে। ভোট চলবে আগামী ১ লা জুন পর্যন্ত। ভোটের ফল প্রকাশ করা হবে ৪ঠা জুন।

এসকে/ আই.কে.জে/

ভোটগ্রহণ ভারতের লোকসভা নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250