বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান *** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ *** নিউইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত *** হিন্দুপল্লিতে হামলা: গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি কাল *** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের *** ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু *** ৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে, খসড়া চূড়ান্ত *** ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে, ইরানের ভিত্তি কতটা মজবুত: খামেনি

রহস্য বাড়াল স্কুইড গেমে কেট ব্লানচেটের উপস্থিতি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ২৮শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেমের শেষ সিজনে কোন টুইস্ট অপেক্ষা করছে, তা দেখার অপেক্ষায় ছিলেন সবাই। তবে এমন টুইস্ট যে আসতে পারে, সেটি ঘুণাক্ষরেও আন্দাজ করতে পারেননি কেউ। সিরিজের একেবারে শেষে দর্শকদের চমকে দিল অস্কারজয়ী হলিউড অভিনেত্রী কেট ব্লানচেটের উপস্থিতি। এ সিরিজে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন তিনি। তবে কী স্কুইড গেমের আমেরিকান সংস্করণ তৈরি হচ্ছে; তা নিয়ে চলছে জোর গুঞ্জন।

গতকাল শুক্রবার (২৭শে জুন) নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে স্কুইড গেমের তৃতীয় ও সর্বশেষ সিজন। সিরিজের একেবারে শেষে একটি ঘটনার সূত্র ধরে ক্যামেরা চলে যায় লস অ্যাঞ্জেলেসে। দেখা যায়, রাস্তায় এক ভবঘুরের সঙ্গে কোরিয়ান গেম থাকজি খেলছেন কেট ব্লানচেট, যে খেলা দেখা গিয়েছিল স্কুইড গেমের প্রথম ও দ্বিতীয় সিজনে। খবর ভ্যারাইটির।

খেলায় হেরে গেলে প্রতিযোগীর গালে কষে থাপ্পড় মারা হয়। কেটের চরিত্রটি প্রথম সিজনের সেলসম্যান বা রিক্রুটার চরিত্রের মতো, যে বিভিন্ন অভাবী মানুষকে স্কুইড গেমের ভয়ংকর খেলায় অংশ নিতে রাজি করান।

স্কুইড গেমে কেট ব্লানচেটের স্বল্প উপস্থিতি ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। ২০২৩ সাল থেকেই গুঞ্জন ছিল, তৈরি হতে চলেছে আলোচিত এ কোরিয়ান সিরিজের আমেরিকান সংস্করণ। ‘স্কুইড গেম: আমেরিকা’ নামের সিরিজটি মূল সিরিজের রিমেক হবে না, বরং নতুন গল্প নিয়ে তৈরি হবে। 

ডেনিস কেলি লিখবেন চিত্রনাট্য। যদিও সেটা এখন পর্যন্ত গুঞ্জনই রয়ে গেছে। নির্মাতাদের পক্ষ থেকে আসেনি কোনো ঘোষণা। তবে স্কুইড গেমের শেষে লস অ্যাঞ্জেলেসের রাস্তার চিত্র এবং কেট ব্লানচেটের উপস্থিতি পুরোনো গুঞ্জনকে উসকে দিয়েছে। হয়তো শিগগির আসবে স্কুইড গেমের আমেরিকান সংস্করণের ঘোষণা।

হলিউড অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন