শনিবার, ১৭ই জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘পরিস্থিতি অত্যন্ত সংকটময়, যে করেই হোক ১২ই ফেব্রুয়ারি নির্বাচনটা যেন হয়’ *** খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদের কুশীলব জ ই মামুন, বোরহান কবীর? *** ‘সাংবাদিক হিসেবে আমার মন জয় করে নিয়েছেন খালেদা জিয়া’ *** ‘বাংলাদেশকে ভালো থাকতে হলে খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে’ *** খালেদা জিয়ার চিকিৎসায় ‘ইচ্ছাকৃত অবহেলা’ ছিল: এফ এম সিদ্দিকী *** ‘আওয়ামী লীগকে ছাড়া নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ থেকেই যাবে’ *** ‘বিএনপির নেতৃত্বে জোটের টেকসই হওয়ার সম্ভাবনা বেশি’ *** শূকর জবাইয়ে সহায়তা চেয়ে পোস্ট তরুণীর, পরদিনই হাজারো মানুষের ঢল *** ১১ দলীয় জোটে আদর্শের কোনো মিল নেই: মাসুদ কামাল *** খালেদা জিয়া সত্যিকার অর্থেই মানুষ ও দেশের নেত্রী হয়ে উঠেছিলেন: নূরুল কবীর

কারাগারের বাইরে কর্মসূচি, ইমরানের দুই বোনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:০০ পূর্বাহ্ন, ১৯শে ডিসেম্বর ২০২৫

#

ফাইল ছবি (সংগৃহীত)

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোনসহ প্রায় ৪০০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও অন্যান্য অভিযোগে মামলা করা হয়েছে। দেশটির রাওয়ালপিন্ডি শহরে আদিয়ালা কারাগারের বাইরে তাদের অবস্থান কর্মসূচির পর এ মামলা করা হয়। এই কারাগারে দুই বছর ধরে বন্দী রয়েছেন ইমরান খান। খবর জিও নিউজের।

কারাগারে ইমরান খানের ওপর নিপীড়ন চালানো হচ্ছে বলে দাবি তার দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা–কর্মীদের। আদালতের আদেশ মেনে ইমরানের সঙ্গে সঙ্গে কারাগারে নিয়মিত দেখা করতে দেওয়া হচ্ছে না তাদের। এ নিয়ে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে পিটিআই।

গত বুধবার (১৭ই ডিসেম্বর) করা মামলায় তথ্য অনুযায়ী, ইমরানের দুই বোন—আলেমা খান, নোরিন নিয়াজি এবং কাসিম খান, আলিয়া হামজা, সালমান আকরাম রাজা, নাইম পানজোথা, আল্লামা রাজা নাসির আব্বাসসহ অন্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, পুলিশের ওপর হামলা এবং ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।

এর আগে মঙ্গলবার রাতে আদিয়ালা কারাগারের বাইরে ইমরানের বোনসহ পিটিআই সমর্থকেরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেন। মামলায় বলা হয়েছে, অভিযুক্তরা রাস্তা অবরোধ করে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছিলেন। তারা পিটিআইয়ের অন্য কর্মীদের উসকানি দিয়েছিলেন এবং পুলিশের কাজে বাধা দিয়েছিলেন। পুলিশের দিকে পাথর ও কাচের বোতলও ছুড়েছিলেন। এ মামলায় বুধবার রাতেই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

জে.এস/

ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250