ফাইল ছবি (সংগৃহীত)
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দুই বোনসহ প্রায় ৪০০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও অন্যান্য অভিযোগে মামলা করা হয়েছে। দেশটির রাওয়ালপিন্ডি শহরে আদিয়ালা কারাগারের বাইরে তাদের অবস্থান কর্মসূচির পর এ মামলা করা হয়। এই কারাগারে দুই বছর ধরে বন্দী রয়েছেন ইমরান খান। খবর জিও নিউজের।
কারাগারে ইমরান খানের ওপর নিপীড়ন চালানো হচ্ছে বলে দাবি তার দল পাকিস্তান তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) নেতা–কর্মীদের। আদালতের আদেশ মেনে ইমরানের সঙ্গে সঙ্গে কারাগারে নিয়মিত দেখা করতে দেওয়া হচ্ছে না তাদের। এ নিয়ে ধারাবাহিকভাবে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছে পিটিআই।
গত বুধবার (১৭ই ডিসেম্বর) করা মামলায় তথ্য অনুযায়ী, ইমরানের দুই বোন—আলেমা খান, নোরিন নিয়াজি এবং কাসিম খান, আলিয়া হামজা, সালমান আকরাম রাজা, নাইম পানজোথা, আল্লামা রাজা নাসির আব্বাসসহ অন্যদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। এ ছাড়া রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, পুলিশের ওপর হামলা এবং ১৪৪ ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।
এর আগে মঙ্গলবার রাতে আদিয়ালা কারাগারের বাইরে ইমরানের বোনসহ পিটিআই সমর্থকেরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেন। মামলায় বলা হয়েছে, অভিযুক্তরা রাস্তা অবরোধ করে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়েছিলেন। তারা পিটিআইয়ের অন্য কর্মীদের উসকানি দিয়েছিলেন এবং পুলিশের কাজে বাধা দিয়েছিলেন। পুলিশের দিকে পাথর ও কাচের বোতলও ছুড়েছিলেন। এ মামলায় বুধবার রাতেই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
জে.এস/
খবরটি শেয়ার করুন