মঙ্গলবার, ২৪শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

এবার ভাড়ায় পাওয়া যাবে প্রেমিকা, বাসন মাজাসহ করবেন অনেক কিছু!

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

এখন থেকে ইচ্ছা করলেই এক দিনের জন্য প্রেমিকা ভাড়া করা যাবে। তাও আবার মডেল। চাইলে তাকে বাড়ী নিয়ে যেতে পারবেন। বাসন মাজাসহ আরও অনেক সুবিধা পাবেন। 

কলম্বিয়ার এক জনপ্রিয় মডেল সম্প্রতি এমন এক অফারের কথা জানিয়েছেন। 

জেসেনিয়া রেবেকা নামের ঐ মডেল তার নিজের সোশ্যাল হ্যান্ডেলে জানান, বড়দিনের সময় তিনি অচেনা তরুণদের প্রেমিকা সাজতে রাজি রয়েছেন। কিন্তু ঘণ্টা প্রতি পারিশ্রমিকও আদায় করবেন তিনি। যার প্রেমিকা সেজে যাবেন, তাকে দিতে হবে দামি উপহারও। ২৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকা) খরচ করলে জেসেনিয়া ওই তরুণের প্রেমিকা সেজে তার পরিবারের সঙ্গে ডিনার করতে পারবেন। তরুণের পোশাকের সঙ্গে রংমিলান্তি করে পোশাকও পরবেন তিনি। তরুণের পরিবারকে কয়েকটি হাসির চুটকিও শোনাতে পারবেন জেসেনিয়া। কিন্তু দু’ঘণ্টার বেশি সময় খরচ করবেন না তরুণী। এই প্যাকেজটির নাম জেসেনিয়া রেখেছেন ‘সিলভার’।

‘গোল্ড’ প্যাকেজেরও সুবিধা লাভ করতে পারেন তরুণেরা। সে ক্ষেত্রে ৪৫০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ হাজার টাকা) পারিশ্রমিক নেবেন জেসেনিয়া। সে ক্ষেত্রে তরুণের পরিবারের সঙ্গে ডিনার করবেন তিনি। তরুণের সঙ্গে প্রথম আলাপের একটি মিষ্টি, রোম্যান্টিক গল্পও শোনাবেন জেসেনিয়া। পরিবারের সকলের সঙ্গে ছবিও তুলবেন তিনি। সে ক্ষেত্রে সময়ের পরিসীমা মাত্র ৩ ঘণ্টা।

তবে ‘সিঙ্গল’ তরুণদের নজর কেড়েছে ‘প্লাটিনাম’ নামের প্যাকেজটি। এই প্যাকেজের সুবিধা নিতে হলে জেসেনিয়াকে ৬০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭০ হাজার টাকা) পারিশ্রমিক দিতে হবে তরুণদের। সে ক্ষেত্রে জেসেনিয়া ছ’ঘণ্টা সময় খরচ করবেন। তরুণের পরিবারের সকলের সামনে ‘আমি তোমাকে ভালবাসি’ও বলবেন তরুণকে। তরুণের গালে চুমু খাবেন এমনকি ডিনারের পর তরুণের মায়ের সঙ্গে গল্প করতে করতে বাসনও মাজবেন জেসেনিয়া। পরিবারের সদস্য এবং তরুণের ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের সঙ্গে ছবি তুলে পোস্টও করবেন তিনি। তবে তিনটি প্যাকেজের সঙ্গেই একটি বিশেষ শর্ত রেখেছেন তরুণী। যে তরুণের ‘ভাড়াটে’ প্রেমিকা সেজে তিনি যাবেন, তাকে দিতে হবে ভাল উপহার।

জেসেনিয়া এমন ফিরিস্তি দেখে ‘সিঙ্গল’ তরুণেরা যোগাযোগ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। একজন তরুণ বলেছেন, ‘‘আমি তো আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে তাকাবই না। সব খরচ করতে রাজি।’’ আবার এক জনের দাবি, ‘‘আমি আরও বেশি সময় কাটাতে চাই। প্লাটিনাম প্যাকেজের চেয়েও বেশি কিছু চাই।’’

উল্লেখ্য জেসেনিয়া ওয়েবসাইটে ছবি এবং ভিডিয়ো পোস্ট করে টাকা উপার্জন করেন ।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

ওআ/কেবি

প্রেমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন