মঙ্গলবার, ২১শে জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

কুয়াশায় ঢাকা পঞ্চগড়, তাপমাত্রা ১০ ডিগ্রিতে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

দুই দিন ধরে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের হিমাঞ্চল পঞ্চগড়। এতে করে নিম্নআয়ের শ্রমজীবী মানুষগুলো পড়েছেন বিপাকে। ঘন কুয়াশা ও বাতাসের কারণে কাজে যেতে অসুবিধা হচ্ছে বলেও জানাচ্ছেন তারা।

মঙ্গলবার (২১শে জানুয়ারি) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল। দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

আরো পড়ুন : ১০ ডিগ্রিতে নামলো দিনাজপুরের তাপমাত্রা

জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ গণমাধ্যমকে বলেন, দুই দিন ধরে তাপমাত্রা বেড়ে ১০ ডিগ্রির ওপরে রেকর্ড হচ্ছে। এ জেলায় দুই দিন ধরে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে। মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল। দিনের তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এস/ আই.কে.জে

পঞ্চগড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন