ছবি: সংগৃহীত
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াত, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক ব্যক্তির করা চারটি আবেদনের শুনানি পিছিয়েছে। রাষ্ট্রপক্ষের আরজির পরিপ্রেক্ষিতে আগামী ৮ই মে পর্যন্ত শুনানি মুলতবি করেছেন আপিল বিভাগ।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ রোববার (২রা মার্চ) ওই সময় পর্যন্ত শুনানি মুলতবি করেন।
আগের ধারাবাহিকতায় পুনর্বিবেচনার আবেদনগুলো রোববার আপিল বিভাগের কার্যতালিকায় ১৮ নম্বর ক্রমিকে ওঠে।
আদালতের কার্যক্রম শুরু হলে ক্রমিকটি উল্লেখ করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক বলেন, বিষয়টি হচ্ছে ত্রয়োদশ সংশোধনী নিয়ে রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদন। অবকাশ (২০শে মার্চ থেকে ১৯শে এপ্রিল) শেষে শুনানির জন্য তালিকার শীর্ষে রাখার আরজি জানান তিনি। আদালত আগামী ৮ই মে দিন রাখেন।
এ সময় বিএনপির পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী রুহুল কুদ্দুস এবং জামায়াত ইসলামীর পক্ষে আইনজীবী শিশির মনির উপস্থিত ছিলেন।
এইচ.এস/
খবরটি শেয়ার করুন