ছবি: সংগৃহীত
এখন থেকে ব্যাংকারদের বিদেশে ভ্রমণে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন হবে না। ফলে ব্যাংকারদের বিদেশ ভ্রমণে আর বাধা থাকছে না।
রোববার (১৯শে জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এক সার্কুলার জারি করে এই নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাংকের ভ্রমণ নীতিমালা অনুযায়ী কর্মকর্তারা প্রশিক্ষণ, সভা, সেমিনার ও কর্মশালায় অংশ নিতে পারবেন।
আরও পড়ুন: ১৮ দিনে প্রবাসী আয় এলো ১৪৭২৪ কোটি টাকা
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, এখন থেকে ব্যাংকারদের বিদেশে ভ্রমণে কেন্দ্রীয় ব্যাংকের কোনো অনুমতি নিতে হবে না। ব্যাংকের ভ্রমণ নীতিমালা অনুযায়ী কর্মকর্তারা প্রশিক্ষণ, সভা, সেমিনারে যেতে পারবেন।
এসি/ আই.কে.জে/