বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

বিএনপি পশ্চিমাদের মিথ্যা তথ্য দেয়: কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ১৩ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিএনপি গুম-খুনের কথা বলে পশ্চিমাদের মিথ্যা তথ্য দেয়। তথ্য উপাত্ত ছাড়া এমন অভিযোগ এনে তারা সরকারের ওপর অপবাদ দিচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১৩ই ফেব্রুয়ারি) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

সোমবার (১২ই ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। 

এ বিষয়ে জানতে চাইলে কাদের বলেন, মঈন খান পিটার হাসের সঙ্গে দেখা করেছে, তাতে আমাদের কী? দেখা করতেই পারেন।

বিএনপি ক্রমাগত মিথ্যাচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি অভিযোগ করেছে তাদের ১৩ জনকে মেরে ফেলা হয়েছে জেলখানায়। জেলে বন্দি অবস্থায় কী মৃত্যু হতে পারে না? বিএনপির তালিকা দেয়া উচিত কে কে মারা গেছে।

তিনি আরও বলেন, বিএনপি নেতাদের গুমের অভিযোগ করে, কিন্তু কিছু দিন পর তাদের আবার ঘোরাফেরা করা অবস্থায় পাওয়া যায়। তাই গুম-খুনের উপাত্ত ছাড়া অন্ধকারে তীর ছোড়া ঠিক নয়, আমরা তালিকা চাই।

আরও পড়ুন: সংরক্ষিত আসনের প্রার্থী চূড়ান্তে বৈঠক আগামীকাল

উল্টো বিএনপি আমলে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিক প্রতিপক্ষের দ্বারা গুম খুন হয়েছেন বলেও দাবি করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশ বাঁচাও, মানুষ বাঁচানোর কথা বললেও বিএনপি দেশ ধ্বংস করছে, মানুষ মারছে। সব হিসাব দিতে হবে।

সেতুমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা মরে ভূত হয়ে গেছে। পুরানো সেই সুরে, কে যেন আবার ডাকে। কিন্তু এত চক্রান্তের মধ্যেও এগিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আগামী কাল বোর্ড মিটিংয়ে সিদ্ধান্ত হবে সংরক্ষিত আসন কারা পেতে যাচ্ছে।

এসকে/ 

বিএনপি ওবায়দুল কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250