ছবি: সংগৃহীত
আমেরিকার লস অ্যাঞ্জেলেসের ইতিহাসের ভয়াবহতম দাবানলে পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে দুই হাজারের বেশি বসতবাড়ি-স্থাপনা, বাস্তুচ্যুত হয়েছেন লাখের বেশি বাসিন্দা। দাবানলে বিপর্যস্ত হলিউডও। সেখানে অবস্থিত অনেক জনপ্রিয় তারকার বাড়ি পুড়ে ছাই।
অনেক তারকা হয়েছেন ঘরছাড়া। মারা গেছে অন্তত ২৪ জন নাগরিক। এদিকে দাবানলে ক্ষতিগ্রস্তদের সহায়তায় অনেকেই এগিয়ে আসছেন। ওয়াল্ট ডিজনি ও প্যারামাউন্ট গ্লোবালের মতো বৃহৎ প্রতিষ্ঠান দিয়েছে আর্থিক সহায়তা।
এবার এগিয়ে এলেন আমেরিকান পপতারকা বিয়ন্সে। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য দিয়েছেন ২৫ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩০ কোটি টাকারও বেশি।
আরও পড়ুন: এবার শীতের সকালে লাল পোশাকে উত্তাপ ছড়ালেন জয়া
সংবাদমাধ্যম এপির খবর অনুযায়ী, বিয়ন্সে তার সেই সংস্থা থেকে 'লস অ্যাঞ্জেলেস ফায়ার রিলিফ ফান্ড' এ আড়াই মিলিয়ন ডলার অনুদান দিয়েছেন। গত রোববার এক ইনস্টাগ্রাম পোস্টে বিষয়টি নিশ্চিত করে বিয়ন্সের দাতব্য সংস্থা 'বিয়গুড'।
বিয়ন্সে ছাড়াও বিপর্যস্ত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন জেমি লি কার্টিস, তিনি ১০ লাখ ডলার অনুদান দিয়েছেন। অন্য তারকারাও বিভিন্নভাবে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন।
এছাড়াও ওয়ার্নার মিউজিক অ্যান্ড ব্লাভান্টিক ফাউন্ডেশন থেকেও ১০ লাখ ডলার সহায়তার ঘোষণা দেওয়া হয়েছে। নেটফ্লিক্স এবং কমকাস্ট এনবিসিইউনিভার্সাল-ও দাবানলের শিকারদের সহায়তা হিসেবে ১০ মিলিয়ন ডলার অনুদানের প্রতিশ্রুতি দিয়েছে।
এসি/কেবি
খবরটি শেয়ার করুন