ছবি: সংগৃহীত
ফেনীর ফুলগাজীতে একটি বসতঘর থেকে ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।রোববার (২রা জুন) রাতে উপজেলার ফেনাপুস্করনী গ্রামের হাফেজ মেম্বারের বাড়ি থেকে এসব মদ উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বাদী হয়ে ফুলগাজী থানায় গৃহকর্তা রুবেলকে আসামি করে মামলা দায়ের করেন। আসামি জহিরুল হক রুবেল ওই বাড়ির হাফেজ মেম্বারের ছেলে।
আরো পড়ুন: রাঙামাটিতে ভূমিকম্প অনুভূত
ফেনীস্থ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে ফুলগাজী উপজেলার ফেনাপুস্করনী গ্রামের হাফেজ মেম্বার বাড়ির জহিরুল ইসলাম রুবেলের বসতঘরে অভিযান চালানো হয়। এসময় রুবেলের শয়ন কক্ষের খাটের নিচ থেকে ৪০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক মো. মোজাম্মেল হক বলেন, অভিযানের টের পেয়ে মাদক কারবারি রুবেল পালিয়ে যায়। এঘটনায় সোমবার ফুলগাজী থানায় মামলা দায়ের করা হয়েছে।
এসি/