বুধবার, ১৫ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২রা মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

দুবাইয়ে বাংলাদেশীদের জন্য ভিসা সহজ করার আশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৫ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান দুবাই ইমিগ্রেশনের জেনারেল ডিরেক্টরেট অব রেসিডেন্সি অ্যান্ড ফরেনার্স এ্যাফেয়ারসের (জিডিআরএফএ) ডিরেক্টর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল মুহাম্মদ আহমদ আল মারীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বুধবার (২৭শে নভেম্বর) সংস্থাটির সদর দপ্তরে সাক্ষাৎ করেন তারা।

ডিরেক্টর জেনারেল মারী নবনিযুক্ত কনসাল জেনারেলকে দুবাইয়ে স্বাগত জানান এবং তার দায়িত্ব পালনকালে দুবাই ইমিগ্রেশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ কনস্যুলেটের প্রেস উইং জানায়, দুবাইয়ে বসবাসরত বাংলাদেশিদের কল্যাণ ও অধিক সংখ্যক বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে ভিসা সহজীকরণসহ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন তারা।

আরও পড়ুন: চিন্ময়ের গ্রেফতারে সংখ্যালঘুদের নিয়ে যা বললো কংগ্রেস

এ সময় দুবাই ও অন্যান্য আমিরাত সমূহের অবকাঠামোগত উন্নয়নে অবদানের বিষয়ে ডিরেক্টর জেনারেল আহমদ আল মারী বাংলাদেশিদের প্রশংসা করেন। 

বৈঠক শেষে ডিরেক্টর জেনারেল মারী কনসাল জেনারেলকে দুবাই ইমিগ্রেশনের সদর দপ্তরের বিভিন্ন বিভাগ ঘুরিয়ে দেখান। দুবাইস্থ বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের শ্রম কল্যাণ উইং ও জিডিআরএফএর সংশ্লিষ্ট কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এসি/ আই.কে.জে/       


দুবাই ইমিগ্রেশন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন