সোমবার, ২৩শে ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ
৯ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪২ পূর্বাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

পঞ্চগড়ে তাপমাত্রা বাড়লেও কমেনি শীতের দাপট। মঙ্গলবার (১০ই ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা ২ দশমিক ৮ ডিগ্রি বাড়লেও ঘন কুয়াশা ও হিমবাতাসে কাবু উত্তরের হিমাঞ্চল জেলা।

ভোর থেকে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে গোটা জেলা। সড়কগুলোতে বাস, মিনিবাস, ইজিবাইকগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে। প্রয়োজনের বাইরে অনেকে বের না হলেও জীবিকার তাগিদে নদীতে পাথর তুলতে দেখা যায় পাথর শ্রমিকদের।

আরো পড়ুন : কুয়াশায় ঢাকা দিনাজপুর, হেডলাইট জ্বালিয়ে চলছে গাড়ি

শীতের কারণে শ্বাসকষ্ট, জ্বর-সর্দিতে বেশি ভুগছেন শিশু ও বয়োজ্যেষ্ঠরা। এদের মধ্যে বেশি সমস্যা বয়স্কদের। শীতের কারণে পাল্লা দিয়ে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি।

পঞ্চগড়ের প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ বলেন, মঙ্গলবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল সোমবারের চেয়ে তাপমাত্রা বেড়েছে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই ঘন কুয়াশার আবরণে উত্তরের এ জেলা।

এস/ আই.কে.জে

পঞ্চগড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন