রবিবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ

দুইবার কবুল বলার পর বিয়ে ভেঙে গেছে : সালওয়া

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৩ অপরাহ্ন, ৬ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

মঙ্গলবার রাতে বিশ্বজুড়ে মেটার আওতাধীন ফেসবুকের সার্ভার ডাউন হওয়ায় হঠাৎ করেই ব্যবহারকারীরা লগইন সমস্যায় পড়েন। পরে অবশ্য ঠিক হয়ে যায়।ফেসবুকে বিষয়টি নিয়ে অভিনেত্রী নিশাত নাওয়ার সালওয়া মজা করে একটি পোস্ট দিয়েছেন।

আতঙ্কিত ব্যবহারকারীদের কর্মকাণ্ড দেখে সালওয়া বলেছেন, কিছুক্ষণের জন্য ফেসবুক ডাউন হওয়ায় বাঙালি যেভাবে হা-হুতাশ করছে; মনে হচ্ছে, দুইবার কবুল বলার পর বিয়ে ভেঙে গেছে!

আরো পড়ুন: মৌসুমীকে নিয়ে কানাঘুষা, উড়িয়ে দিলেন ওমর সানী

সালওয়ার এই কথার রেশ ধরে আরো কথা চালাচালিও হয়েছে। অনেকেই তার সঙ্গেও মজা করতে ভোলেননি। ফেসবুক সচল হওয়ার পর মেটার মুখপাত্র অ্যান্ডি স্টোন এক বার্তায় বলেন, আজ একটি কারিগরি সমস্যার কারণে আমাদের কিছু সেবা পাওয়ার ক্ষেত্রে লোকজনকে জটিলতায় ফেলেছে। তাদের সমস্যা নিরসনে যত দ্রুত সম্ভব আমরা এর সমাধান করেছি। এই অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি।

এসি/ আই.কে.জে/

কবুল সালওয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন