রবিবার, ১২ই জানুয়ারী ২০২৫ খ্রিস্টাব্দ
২৮শে পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মৌসুমীকে নিয়ে কানাঘুষা, উড়িয়ে দিলেন ওমর সানী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ৫ই মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

চলচ্চিত্র শিল্পী সমিতির আসন্ন ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনের বিষয়ে ওমর সানী সরাসরি জানিয়ে দিলেন, নির্বাচনে দাঁড়াচ্ছেন না মৌসুমী। ওমর সানীর ভাষ্য, ‘আমিও কানাঘুষা শুনেছি, মৌসুমী এবার নির্বাচনে দাঁড়াবে। এটার কোনো ভিত্তি নেই। কারণ, আমাদের মেয়ে ফাইজার লেখাপড়ার জন্য এ বছরটা মৌসুমীকে আমেরিকায় থাকতে হবে। সবচেয়ে বড় কথা হল, নির্বাচনে দাঁড়ানোর মতো ইচ্ছে আমার ফ্যামিলির কারও নেই। এ ধরণের অনুরোধ আমাকে কেউ করবেন না।’

আরো পড়ুন: মা হতে যাচ্ছেন পরিণীতি চোপড়া!

শিল্পী সমিতির নির্বাচন নিয়ে খানিকটা বিরক্তিও প্রকাশ করলেন নব্বই দশকের জনপ্রিয় এই নায়ক। তিনি বলেন, ‘শুনেছি এবার শিল্পী সমিতির নির্বাচন আগামী ১৯শে এপ্রিল অনুষ্ঠিত হবে। এবার যারা প্যানেল সাজাবেন তাদের জ্ঞাতার্থে বলতে চাই, দয়া করে তারা কেউ আমাকে নির্বাচনে দাঁড়ানোর বিষয়ে অনুরোধ করবেন না। কারণ, ভালো সিনেমা দিয়ে জীবনে মানুষের যতটুকু ভালোবাসা আমরা পেয়েছি এই নির্বাচন করে সেই ভালোবাসা হারাতে চাই না।’

এর আগে শিল্পী সমিতির ২০২৩-২৪ মেয়াদে মিশা সওদাগর ও জায়েদ খান প্যানেল থেকে কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করেছিলেন মৌসুমী। 

এসি/ আই. কে. জে/


মৌসুমী ওমর সানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন