বুধবার, ১৬ই জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি ইন্দোনেশিয়ার, নতুন শুল্ক ১৯ শতাংশ *** পাকিস্তানে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিলেন ইমরান খানের সাবেক স্ত্রী রেহাম *** বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া *** আজ রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে *** সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটা ভাঙা নিয়ে ভারত সরকারের হস্তক্ষেপ চাইলেন মমতা *** এত শিক্ষার্থীর জীবন হুমকিতে ফেললেন, সন্তানদের মুখ মনে পড়ল না—বাশারকে আদালত *** শিঙাড়া-জিলাপির জন্য সিগারেটের মতো সতর্কবার্তা দেখাবে ভারত *** নিজেকে মোটা ভাবা এক ধরনের মানসিক রোগ! *** তারেক-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি বৃহস্পতিবার *** নিবন্ধন যাচাইয়ে এনসিপিসহ ১৪৪ দলই ফেল, সুযোগ পাচ্ছে সবাই

সেমিফাইনালের টিকিট মিলল ৫ কেজি শুঁটকির বিনিময়ে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ইউরোপা লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচ আজ বৃহস্পিতিবার (৮ই মে) নরওয়েজীয় ক্লাব বোডো–গ্লিমট ঘরের মাঠে খেলবে টটেনহামের বিপক্ষে। আর টটেনহামের বিপক্ষে সেই ম্যাচটিতে বোডো/গ্লিমটকে হাতছানি দিচ্ছে প্রথম নরওয়েজীয় ক্লাব হিসেবে ইউরোপীয় প্রতিযোগিতার ফাইনাল। খবর রয়টার্সের।

এমন একটি ম্যাচ মাঠে গিয়ে দেখার বাসনা সবার মনেই জাগে। তবে বোডো/গ্লিমটের নিবন্ধিত সমর্থকের সংখ্যা প্রায় ৫০ হাজার হলেও সাধারণ দর্শকের জন্য টিকিট বরাদ্দ মাত্র ৪৮০টি। আর সেই অমূল্য টিকিট না পেয়ে টোরবিয়র্ন এইডা নামের এক বোডো সমর্থক পাঁচ কিলোগ্রাম শুঁটকি মাছের বিনিময়ে শেষ পর্যন্ত ‘কালোবাজার’ থেকে টিকিট কিনেছেন।

নরওয়ের একটি মাছের খামারের প্রোডাকশন ম্যানেজার এইডা ‘বোকনাফিস্ক’ নামে পরিচিত যে শুঁটকির বিনিময়ে টিকিট পেয়েছেন, সেই পাঁচ কেজি শুকনো মাছের দাম আড়াই হাজার নরওয়েজিয়ান ক্রাউন বা ২৪৩ মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩০ হাজার টাকার কাছাকাছি।

এ ছাড়া নরওয়ের রাষ্ট্র-নিয়ন্ত্রিত সম্প্রচার সংস্থা এনআরকে এইডা বলেছেন, ‘আমরা নরওয়ের সেরা বোকনাফিস্ক তৈরি করি, আর এটা আপনি বোডো সিটিতে পাবেনও না। তাই আমার মনে হলো কারও হয়তো দরকার হতে পারে।’

ওয়েস্টাইন আনেস নামের বোডো সমর্থক পাঁচ কিলোগ্রাম শুষ্ক মাছের বিনিময়ে এইডাকে টিকিট দিয়েছেন। আনেস তার ভাইয়ের কাজ পড়ে যাওয়ায় সেই টিকিটের বিনিময়ে এইডার কাছে থেকে শুঁটকি নিয়েছেন।

এদিকে শুঁটকির বিনিময়ে টিকিট প্রাপ্তির সংবাদ শোনার পর নিলস ওসকাল নামের আরেক ভক্তও একই পদ্ধতি অবলম্বন করার সিদ্ধান্ত নিয়েছেন। তবে তিনি মাছের পরিবর্তে পাঁচ কিলোগ্রাম রেইনডিয়ারের বা মেরু দেশীয় হরিণের মাংসের বিনিময়ে টিকিট চেয়েছেন।

আরএইচ/

সেমিফাইনাল ইউরোপা লিগ শুঁটকির বিনিময়ে টিকিট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন