ছবি: সংগৃহীত
ফরিদপুরে জন্ম থেকে দুই হাত না থাকা জসিম মাতুব্বরের (২৬) জাতীয় পরিচয়পত্র (এনআইডি) করে দিতে এগিয়ে এসেছে উপজেলা প্রশাসন। তার জাতীয় পরিচয়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। নগরকান্দার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিনের উদ্যোগে বুধবার (২৪শে সেপ্টেম্বর) জসিমকে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তার চোখের আইরিশের প্রতিচ্ছবি নেওয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন জানান, বুধবার সকাল সাড়ে ১০টার দিকে তার কার্যালয়ে আসেন জসিম। পরে তাকে নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তার কক্ষে নিয়ে যাওয়া হয়। সেখানে জসিমের চোখের আইরিশের প্রতিচ্ছবি সংগ্রহ করা হয়।
ইউএনও আরও বলেন, এ কাজগুলো সম্পাদন হওয়ার পর সঙ্গে তিনি নিজে একটি প্রত্যায়নপত্র সংযুক্ত করে তাৎক্ষণিকভাবে নির্বাচন কমিশনে পাঠিয়ে দেন। খুব দ্রুততম সময়ের মধ্যেই জসিম জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে যাবেন
জন্ম থেকে দুই হাত নেই, তবু হাল ছাড়েননি ফরিদপুরের নগরকান্দার জসিম মাতুব্বর। পা দিয়ে লিখেই মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পেরিয়ে বর্তমানে পড়ছেন ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে ডিগ্রি দ্বিতীয় বর্ষে। কিন্তু দীর্ঘদিন ধরে জাতীয় পরিচয়পত্র না থাকায় পড়াশোনা ও সরকারি–বেসরকারি নানা সেবায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাকে।
২০২৩ সাল থেকে জাতীয় পরিচয়পত্র পাওয়ার জন্য বিভিন্ন দপ্তরে দপ্তরে ঘুরছিলেন জসিম, কিন্তু কোনো কাজই হয়নি। উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তাকে অনলাইনে আবেদন করতে বলা হয়। একাধিকবার আবেদন জমা দিয়েও কোনো কাজ হয়নি। একপর্যায়ে তিনি হাল ছেড়ে দিয়েছিলেন। এ বিষয়ে গত মঙ্গলবার বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর জসিমের সাহায্যে এগিয়ে আসেন নগরকান্দার ইউএনও।
খবরটি শেয়ার করুন