বৃহস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে বাসায় ফিরলেন খালেদা জিয়া *** ১০ লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে রিটার্ন লাগবে না *** ঝুঁকিপূর্ণ সব ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা চায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ইসিকে চিঠি *** বাংলাদেশ ব্যাংকে নারীদের শর্ট স্লিভ ড্রেস ও লেগিংস নিষেধ, পরতে হবে শালীন পোশাক-হিজাব *** সচিবালয়ে ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগে ১২০০ জনের বিরুদ্ধে মামলা *** জলবায়ু পরিবর্তন নিয়ে ঐতিহাসিক রায় দিলেন বিশ্ব আদালত *** প্রধান উপদেষ্টার সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সাক্ষাৎ *** এইচএসসির স্থগিত পরীক্ষা একই দিনে হচ্ছে না, নতুন রুটিন প্রকাশ *** বাগমারা বিদ্যালয়ের নাম বদল, নতুন নাম শহীদ জিয়া বিদ্যালয় *** মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য আরও দৃশ্যমান করার আহ্বান প্রধান উপদেষ্টার

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুকে পোস্টার লাগিয়ে বাজারে ঘুরছেন ব্যাংক কর্মকর্তা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০১ অপরাহ্ন, ৩রা ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঘুষখোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বুকে পোস্টার লাগিয়ে বাজারে বাজারে ঘুরছেন পটুয়াখালী রূপালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার গোলাম কবির ফরাজী। 

সরজমিনে গিয়ে দেখা যায় যে, পটুয়াখালী নিউমার্কেটের বাজারের বিভিন্ন জায়গায় হাতে বাজারের ব্যাগ আর বুকে পোস্টার লাগিয়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঘুষখোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সচেতন করছেন গোলাম কবির ফরাজী। 

তার পোস্টারে লেখা, ‘ঘুষখোর দুর্নীতিবাজ জারজরা, চড়া দামে বেশি জিনিস কিনবি না, বেশি কিনে বাজার চড়া করবি না।’ তার বুকের পোস্টার দেখে এই লেখা দেখে বাজারের বিভিন্ন ক্রেতা তাকে ধন্যবাদ জানান ও তার সঙ্গে ছবি তোলেন। 

জানা যায় যে, পটুয়াখালী সদর রোড গার্লস স্কুল রোড এলাকায় ভাড়া বাসায় থাকেন এই ব্যাংক কর্মকর্তা। এক ছেলে ও এক মেয়ের সন্তান নিয়ে মধ্যবিত্ত পরিবারের বসবাস। ইংলিশে অনার্স মাস্টার্স শেষে ব্যাংকের চাকরিতে যোগদান করেন। 

গোলাম কবির ফরাজী বলেন, আমি ছোটবেলা থেকেই একজন প্রতিবাদী মানুষ, আমাদের মতো সাধারণ মানুষদের জীবনযাপনে সৎ পথে থাকা অনেক কষ্ট। ঘুষখোর ও দুর্নীতিবাজরা এই সমাজব্যবস্থাকে নষ্ট করে ফেলছে। এজন্য আমি তাদের বিরুদ্ধে আমার জায়গা থেকে যতটুকু পারি ততটুকু প্রতিবাদ জানাচ্ছি। 

বাজারের এক ক্রেতার জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও দুর্নীতি কারণে আজ সাধারণ মানুষের জীবনযাপন খুব কঠিন হয়ে পড়েছে। আমি এক ভাইকে দেখেছি তার বুকের সঙ্গে পোস্টার লাগিয়ে ঘুরছেন। আমি তার এই উদ্যোগকে স্বাগত জানাই।

আরও পড়ুন: মেট্রোরেলের ভাড়ায় হাফ-পাসের দাবি শিক্ষার্থীদের

পটুয়াখালী সমাজ সেবিকা ও দানবীর মোজাম্মেল নাসরিন এমা বলেন, এরকম প্রতিবাদী মানুষ আমাদের সমাজ ব্যবস্থায় থাকা খুবই জরুরি। আমি মনে করি তার এই স্লোগানটা অনেক বড় একটি মেসেজ আমাদের সমাজব্যবস্থার জন্য। তার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই, ঘুষখোর ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে আমাদের আওয়াজ আরও জোরদার করতে হবে।

এসকে/

পটুয়াখালী প্রতিবাদ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ব্যাংক কর্মকর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন