বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

এই আবহাওয়ায় ভাতের সাথে খেতে পারেন কাঁচকলার ভর্তা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৯ অপরাহ্ন, ২৩শে এপ্রিল ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেকের কাছে এই আবহাওয়ায় ভাত-ভর্তাতেই শান্তি। তাই কাঁচকলা দিয়ে বানিয়ে ফেলতে পারেন মজাদার একটি ভর্তা। পেটে অস্বস্তি বোধ হলেও কাঁচকলার ভর্তা বেশ আরাম দেয়। তাই ভাতের সাথে খেতে পারেন কাঁচকলার ভর্তা, রইলো রেসিপি-

আরো পড়ুন : গরমে খান মজাদার ঝিঙে পোস্ত

উপকরণ

কাঁচকলা ২টি,

রুই মাছ ১ টুকরা,

দেশি পেঁয়াজ ২টা,

কাঁচা মরিচ ৩টি,

শর্ষের তেল সিকি কাপ, 

লবণ স্বাদমতো, হলুদ সামান্য। 

প্রণালি

খোসাসহ কাঁচকলা ভালোমতো সেদ্ধ করে নিতে হবে। চুলা থেকে নামানোর পরপরই খোসা ছাড়িয়ে নিন। হাত দিয়ে মেখে নিতে হবে। লবণ আর হলুদে রুই মাছের টুকরা মেখে অল্প তেলে হালকা ভেজে নিতে হবে। ঠান্ডা করে কাঁটা বেছে নিন। একটি পাত্রে তেল নিয়ে তাতে পেঁয়াজ, লবণ আর কাঁচা মরিচকুচি ভেজে নিতে পারেন। বেছে রাখা মাছ আর কাঁচকলাসহ সব একসঙ্গে হাতে মেখে নিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

এস/ আই.কে.জে/

রেসিপি কাঁচকলার ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250