রাজধানীর ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে
বাঙালিকে তার গানের ঐতিহ্য স্মরণ করিয়ে দিয়ে সংগীত রুচিতে আভিজাত্য আনতে প্রতিষ্ঠার পরই ঘরোয়া আসর শুরু করে ছায়ানট। এর নাম শ্রোতার আসর। সেই ধারাবাহিকতায় আগামীকাল শুক্রবার (১৭ই জানুয়ারি) প্রতিষ্ঠানটি আয়োজন করেছে শ্রোতার আসর।
ছায়ানটের শ্রোতার আসর বসবে সন্ধ্যা ৬টায়। এবারের আসরের শিল্পী ইমতিয়াজ আহমেদ। শুরুতে সঙ্গীত পরিবেশন করবেন নবীন শিল্পী অমেয়া প্রতীতি।
অনুষ্ঠানটি ছায়ানট সংস্কৃতি-ভবনের রমেশচন্দ্র দত্ত স্মৃতি মিলনকেন্দ্রে অনুষ্ঠিত হবে। বরাবরের মতো এই অনুষ্ঠান সবার জন্য উন্মুক্ত। একইসঙ্গে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে ছায়ানটের ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।
শান্তনু/কেবি
খবরটি শেয়ার করুন