সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

ঈদের পর মাঠে নামছে বিএনপি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ৭ই এপ্রিল ২০২৪

#

ফাইল ছবি

বাস্তবতা বিবেচনা করে ‘নতুন ছক’ নিয়ে মাঠে নামতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এতকিছুর পরও কেন তাদের যৌক্তিক দাবি পূরণ হচ্ছে না, মূল্যায়ন করা হচ্ছে সেসব কারণও। 

বিএনপি নেতারা বলছেন, রমজানে ইফতার মাহফিলে সীমাবদ্ধ থাকলেও ঈদের পর আবারও রাজপথে গড়াবে বিএনপির আন্দোলন। আর মাঠের নেতারা বলছেন, যত প্রতিকূলতা থাকুক একদফা দাবি আদায়ে অনড় তারা।

একদফা দাবিতে গত বছরের ২৮শে অক্টোবর ঢাকায় কর্মসূচি পালনের আগে বিএনপি যা ভেবেছিল, হয়েছে ঠিক তার বিপরীত। ফলে সেদিনই চুপসে গেছে অনেকের স্বপ্ন। সম্প্রতি হতাশা কাটিয়ে আবারও দিন বদলের স্বপ্ন দেখছেন তৃণমূল নেতাকর্মীরা।

যুবদলের সাবেক সহসভাপতি এস এম জাহাঙ্গীর বলেন, আমি বিশ্বাস করি, বিএনপির নেতৃত্বে দ্রুতই এই সরকারের পরিবর্তন হবে। ৩৬৩ দিন কারাবাসের পর সম্প্রতি জামিনে মুক্তি পান তিনি। তার মতো কারাবাস করা দলটির অন্যান্য নেতাদের প্রত্যাশাও এমন। দ্রুতই দল থেকে নতুন কৌশল ঠিক করে কর্মসূচি দেবে। আর তারা সরকার পতনের সেই আন্দোলনকে বেগবান করবেন।

জাহাঙ্গীর আলম আরও বলেন, আমি জেল থেকে ছাড়া পেয়ে আগে পার্টি অফিসে গিয়েছি। নেতাকর্মীদের সাথে কথা বলার পর আরও শক্তি পেয়েছি।

বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বলেন, বিএনপির শক্তি তৃণমূল। এক-এগারোর সময় সেটি প্রমাণিত হয়েছে, এখনও প্রমাণ হচ্ছে। নেতাকর্মীরা শক্তি সঞ্চয় করে নবউদ্যমে আবার মাঠে নামবে।

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আমাদের কিছু উপলব্ধি হচ্ছে, এত ব্যাপক জনসমর্থন থাকার পরও কেন অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলাম না। সে বিষয়টি অনুসন্ধান করা হচ্ছে। নেতারাও নতুন আন্দোলন নিয়ে ভাবছেন। আশা করছি, ঈদের পরই আমরা নতুন ছক কষে আবার সরকার পতনের আন্দোলনে যাবো।

আরও পড়ুন: হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া

দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বললেন, বিএনপি একটি অগণতান্ত্রিক অপশক্তিকে ক্ষমতা থেকে সরানোর জন্য লড়াই করছে। আমরা কোন প্রক্রিয়াতে এগুবো, সেটি নিয়ে সকলের মধ্যে আলাপ-আলোচনার ব্যাপার আছে। আগামী দিনে কী করবো এরও কৌশল ঠিক করতে হবে। দ্রুতই নতুন কৌশল নিয়ে মাঠে নামবে বিএনপি।

উল্লেখ্য, ২০১৪ সালের জাতীয় নির্বাচনের আগে গণতন্ত্রের অভিমুখে যাত্রা বা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ শুরু করেছিল বিএনপি। তবে ‘গণতন্ত্রের’ সেই যাত্রায় তারা এখনও গন্তব্যে পৌঁছায়নি।

এসকে/ আই.কে.জে/ 

বিএনপি আন্দোলন

খবরটি শেয়ার করুন