শনিবার, ১১ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ *** চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গুজব, যা বললেন ছেলে জয় *** ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সব সময় ধর্ম পালনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন: স্বরাষ্ট্র উপদেষ্টা *** বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন *** ‘কারা লুঙ্গি তুলে চেক করে মানুষ মেরেছে, তা সবারই জানা’ *** শান্তিতে নোবেলজয়ী মারিয়া মাচাদোকে অভিনন্দন জানালেন ড. ইউনূস *** শনিবার ভোরে দেশে ফিরছেন শহিদুল আলম *** ইসরায়েল থেকে মুক্ত শহিদুল আলম এখন তুরস্কে *** স্বামী নিখোঁজের পর দেবরের সঙ্গে বিয়ে, পরের দিনই হাজির স্বামী! *** সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর শরৎ উৎসব স্থগিত নিয়ে যা জানাল চারুকলা অনুষদ

ভূমিকম্পের ঝুঁকিতে দেশ, বাড়াতে হবে প্রস্তুতি

সম্পাদকীয়

🕒 প্রকাশ: ০৫:৪২ অপরাহ্ন, ২১শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

বছরের শুরু থেকে আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার, ভুটান, নেপাল ও ভারতে বেশ কয়েকটি ছোট-বড় ভূমিকম্প হয়েছে। উৎপত্তিস্থল কিছুটা দূরে হওয়ায় এসব ভূমিকম্পে এখন পর্যন্ত বাংলাদেশে তেমন কোনো ক্ষয়-ক্ষতি দেখা যায়নি। কাছাকাছি বড় ধরনের ভূমিকম্প হলে তাতে ব্যাপক ক্ষতির ঝুঁকি রয়েছে। 

ঘনবসতিপূর্ণ ঢাকা মহানগরীতে তা ভয়াবহ আকার ধারণ করবে বলে জোর আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা এক দশকেরও বেশি সময় ধরে এ পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করে আসছেন। ২০১৫ সালে নেপালে ভয়াবহ ভূমিকম্পের পর এ নিয়ে ব্যাপক মাত্রায় আলোচনা শুরু হয়। কিন্তু এ ধরনের পরিস্থিতি মোকাবেলার জন্য রাষ্ট্রীয়ভাবে ন্যূনতম কোনো প্রস্তুতি এখনো নেওয়া হয়নি।  

বর্তমানে ঢাকা মহানগরীর নানা পরিবর্তন-পরিবর্ধনে আয়তন দাঁড়িয়েছে ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার। ঢাকার দুই সিটি করপোরেশন ছাড়াও এর সঙ্গে যুক্ত হয়েছে নারায়ণগঞ্জ, গাজীপুর, সাভার ও কেরানীগঞ্জের একাংশ। এসব এলাকাকে অন্তর্ভুক্ত করে ‘ডিটেইল্ড এরিয়া প্ল্যান’ (ড্যাপ) প্রণয়ন করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। 

সংস্থাটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, নতুন এ পরিকল্পনায় নিশ্চিত হবে নগরের ভূমির পরিকল্পিত ব্যবহার। কিন্তু বাস্তবে এর কোনো প্রতিফলন দেখা যাচ্ছে  না। বরং, অপরিকল্পিতভাবে প্রতিনিয়তই রাজধানীর পরিধি বাড়ছে।

এ অঞ্চলের ভূমিকম্পের ইতিহাস বিশ্লেষণে দেখা যায়, গত ১০০-১৫০ বছরে প্রায় পাঁচ থেকে ছয়টি বড় ভূমিকম্প হয়েছে। এর আগে ১৭৬২ সালে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে প্রায় ৮ দশমিক ৫ মাত্রার মারাত্মক ভূমিকম্প হয়। 

ওই ভূমিকম্পসৃষ্ট সুনামিতে বঙ্গোপসাগর-তীরবর্তী এলাকাগুলোয় ব্যাপক ক্ষতি হয়। ১৮৬৯ সালে সিলেটের খুব কাছেই ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়। ১৮৮৫ সালে সিরাজগঞ্জের কাছে আরেকটি ভূমিকম্প হয়। ১৮৯৭ সালে সংঘটিত হয় ৮ মাত্রার ‘গ্রেট ইন্ডিয়ান আর্থকোয়েক’, যার উৎপত্তিস্থল ছিল ভারতের শিলং।

১৯০৮ সালে শ্রীমঙ্গলে ভূমিকম্প হয়েছিল ৭ দশমিক ৬ মাত্রার। সর্বশেষ ১৯৩০ সালে ‘ধুবড়ি আর্থকোয়েকে’ রংপুর অঞ্চলে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে বেশ ক্ষয়ক্ষতি হয়েছিল। বিশ্লেষকরা আরো বলেছেন, প্রতি ১০০-১৫০ বছর পরপর ৭ মাত্রার ভূমিকম্প হয়। প্রতি ২৫০ থেকে ৩০০ বছর পরপর হয় ৮ মাত্রার ভূমিকম্প। 

১৫০ বছরের চক্র অনুযায়ী বাংলাদেশে এখন ৭ মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা অনেক বেশি। গত পাঁচ-ছয় বছরে ছোট ছোট ভূমিকম্পের কারণে এ আশঙ্কা আরো বেড়েছে।

গত কয়েক দশকে ঢাকার সম্প্রসারণ  অপরিকল্পিতভাবে ও দ্রততার সঙ্গে হয়েছে। ঢাকার পুরনো অংশটি শক্তিশালী গঠনের মাটির ওপর গড়ে ওঠে। কিন্তু গত কয়েক দশকে বর্ধিত হওয়া অংশের মাটির গঠন অত্যন্ত  দুর্বল। এসব এলাকার বড় অংশই মূলত ভরাট হওয়া জলাভূমির ওপর গড়ে ওঠেছে।

রিখটার স্কেলে ৭ বা এর চেয়ে বেশি মাত্রার ভূমিকম্পে এসব এলাকায় বড় ধরনের প্রাণ ও সম্পদের ক্ষতির আশংকা রয়েছে। ঢাকায় ভূমিকম্প হলে শুধু ভবন ভেঙে পড়বে তা-ই নয়, এখানে উদ্ধার কাজ করা অসম্ভব হয়ে পড়বে। 

অধিকাংশ এলাকার রাস্তা সরু, সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকবে না। অপরিকল্পিত বিদ্যুৎ তারের কারণে কোথাও কোথাও আগুন লেগে যেতে পারে। তখন নগরী মৃত্যুকূপে  পরিণত হতে পারে।

দীর্ঘদিন ধরে ভূমিকম্পে বাংলাদেশে বড় বিপর্যয়ের আশঙ্কা থাকলেও নীতিনির্ধারকদের মধ্যে অনেকে  বিষয়টিকে আমলে নিচ্ছেন না। অথচ এমন পরিস্থিতিতে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রেরই দায়িত্ব। তাই পূর্বপ্রস্তুতি নেওয়া জরুরি বলে আমরা মনে করি।

এইচ.এস/

ভূমিকম্পের ঝুঁকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরানের ওপর আমেরিকার নিষেধাজ্ঞার কবলে বাংলাদেশমুখী এলপিজির জাহাজ

🕒 প্রকাশ: ০২:২৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

বাড়ি না থাকুক, বেঁচে থাকা তো যাবে

🕒 প্রকাশ: ০১:৪৭ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে গুজব, যা বললেন ছেলে জয়

🕒 প্রকাশ: ০১:৩৬ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা সব সময় ধর্ম পালনকে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করেন: স্বরাষ্ট্র উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:২৯ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

বঙ্গবন্ধুর প্রতিকৃতি প্রদর্শনসংক্রান্ত অনুচ্ছেদ সংবিধান থেকে বিলুপ্তি চায় জাতীয় ঐকমত্য কমিশন

🕒 প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৫

Footer Up 970x250