রবিবার, ২রা নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধান উপদেষ্টার সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ, নির্বাচন প্রস্তুতি নিয়ে আলোচনা *** বঙ্গভবন থেকে মুজিবের ছবি নামানো ‘অন্যায়’ হয়েছে: সেলিম *** ভারতের ভেঙ্কটেশ্বর মন্দির যে কারণে আজ আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে *** আমরা মদিনার ইসলামের চর্চা করি, মওদুদীর ইসলামের অনুসারী নই: সালাহউদ্দিন *** নাজমুল শান্তই থাকছেন টেস্ট অধিনায়ক *** ২০২৬ সালে বিশ্ববাজারে জিনিসপত্রের দাম আরও ৭ শতাংশ কমতে পারে, বাংলাদেশে কী হবে *** গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই *** ‘দুই দিনের মধ্যে’ এশিয়া কাপের ট্রফি চায় ভারত, না হলে... *** লজ্জায় স্কুলে যেতে চায় না ইমরান হাশমির ছেলে, যা বললেন অভিনেতা *** ‘আওয়ামী পুলিশ, বিএনপি পুলিশ’ তকমা নিয়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ প্রসঙ্গে যা বললেন সাবেক আইজিপি

ভারতের উত্তরাখণ্ডে বাংলাদেশিসহ ২৫ ‘ভুয়া’ সাধু গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৭ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৫

#

উত্তরাখণ্ডে ‘ভুয়া’ সাধু গ্রেপ্তার। ছবি: সংগৃহীত

ধর্মীয় অনুভূতি ব্যবহার করে প্রতারণার অভিযোগে ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ২৫ জন ‘ভুয়া’ সাধুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে।

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরাখণ্ডের রাজধানী দেহরাদুনে ‘অপারেশন কালনেমি’র অধীনে ২৫ জন ভুয়া সাধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিকও রয়েছেন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নির্দেশে এই অভিযান চালানো হচ্ছে। এর লক্ষ্য হলো, ধর্মীয় ছদ্মবেশে প্রতারণা রুখে দেওয়া।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারকৃতরা কেউই ধর্মীয় বা জ্যোতিষশাস্ত্রীয় জ্ঞান রাখেন না। তাদের কাছে কোনো বৈধ কাগজপত্রও ছিল না। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৭০ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশি নাগরিকের নাম রুকন রাকাম ওরফে শাহ আলম (২৬)। তার বাড়ি টাঙ্গাইল জেলায়। তাকে ফরেনার্স অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হয়েছে।

অন্য অভিযুক্তরা উত্তর প্রদেশ, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং আসামসহ ভারতের বিভিন্ন রাজ্যের বাসিন্দা। তাদের পরিচয় এবং পূর্ববর্তী রেকর্ড পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করছে পুলিশ।

পুলিশ সন্দেহ করছে, এই ব্যক্তিরা ধর্মীয় বিশ্বাসের আড়ালে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, জনআস্থার জন্য হুমকি সৃষ্টিকারী এমন প্রতারকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনো সন্দেহজনক সাধু বা ধর্মীয় ব্যক্তিত্বকে দেখলে নিকটস্থ থানায় জানানোর আহ্বান জানিয়েছে দেহরাদুন পুলিশ।

জে.এস/

ভুয়া সাধু গ্রেপ্তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250