রবিবার, ১৯শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৪ঠা কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আলোচনা-সমালোচনায় কবি-সাংবাদিক আলতাফ, সহকর্মীরা প্রতিবাদমুখর, সরব নারীনেত্রীরা *** জামায়াত সম্পর্কে কী এনসিপির নতুন উপলব্ধি *** খালেদা জিয়ার সংসদ নির্বাচনের প্রচারে অংশ নেওয়ার বিষয়ে যা জানাল বিএনপি *** একের পর এক অগ্নিকাণ্ড নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগে জরুরি বৈঠক *** জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি *** আন্দোলনের জবাবে ট্রাম্প বললেন, ‘আমি রাজা নই’ *** পুঁজিবাজার চাঙা করতে আইসিবিকে ১০০০ কোটি টাকা দেওয়ার পরিকল্পনা *** অগ্নিনির্বাপণে ৩০ সেকেন্ডের মধ্যে কাজ শুরু হয়েছে, দাবি উপদেষ্টার *** নভেম্বর থেকে সেন্ট মার্টিন যেতে পারবেন পর্যটকেরা *** দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ

তামান্না ভাটিয়ার সৌন্দর্যকে দুধের সঙ্গে তুলনা, তীব্র কটাক্ষের শিকার বর্ষীয়ান অভিনেতা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

‘দ্য ব্যাডস অব বলিউড’-এর ‘গফুর’ গানে নেচে প্রশংসা কুড়াচ্ছেন দক্ষিণি তারকা তামান্না ভাটিয়া। শুধুই সৌন্দর্য নয়, তার নাচেও মুগ্ধ দর্শক। কিন্তু এর মধ্যেই তামান্নাকে নিয়ে আন্নু কাপুরের মন্তব্য ঘিরে শোরগোল নেটপাড়ায়।

সম্প্রতি এক পডকাস্টে উপস্থিত হয়ে তামান্না ভাটিয়ার সৌন্দর্যকে দুধের সঙ্গে তুলনা করে তীব্র কটাক্ষের শিকার হলেন বর্ষীয়ান এই অভিনেতা। সূত্র: হিন্দুস্তান টাইমস।

সেখানে আন্নুকে তামান্নাকে নিয়ে প্রশ্ন করা হয়। এ সময় অন্নু বলেন, 'মাশাআল্লাহ! কী সুন্দর দুধের মতো শরীর।' তামান্না বলিউডে ‘মিল্কি বিউটি’ নামে পরিচিত। তবে এই তকমা যে তার পছন্দ নয়, তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী। তাই আন্নুর এই মন্তব্য সমালোচিত হচ্ছে।

গত বছর মুক্তি পাওয়া তামান্নার ‘আজ কি রাত’ গানের সঙ্গে নাচও জনপ্রিয়তা পেয়েছিল। এক সাক্ষাৎকারে তামান্না জানিয়েছিলেন, গানটি এতই জনপ্রিয় যে বাচ্চাদের এই গান শোনালেই তারা নাকি চুপ করে খাবার খায় এবং তার পর ঘুমিয়ে পড়ে।  এই মন্তব্য নিয়েও তামান্নাকে খোঁচা দিয়েছেন আন্নু।

তার কথায়, 'কত বছর বয়সের বাচ্চারা এই গান শুনে ঘুমাতে যায়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে। আমি হলে জানতে চাইতাম, এই বাচ্চাদের বয়স কত।'

এখানেই শেষ নয়। এরপর সেই পডকাস্টে আন্নু বলেন, বোন, নিজের গান দিয়ে, নিজের শরীর দিয়ে, দুধের মতো চেহারা দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়ায়। খুব ভালো কথা। দেশের সত্যিই উপকার হচ্ছে। আমাদের বাচ্চাদের নির্ভেজাল ঘুম হচ্ছে।

অভিনেতার এই মন্তব্যে হতবাক নেটাগরিক। তাদের বক্তব্য, নিজের বয়স ভুলে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করেছেন আন্নু। একজন লিখেছেন, 'আন্নুজি আপনার থেকে এমন খারাপ মন্তব্য আশা করিনি।' যদিও তামান্না এই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া জানাননি।

জে.এস/

তামান্না ভাটিয়া আন্নু কাপুর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250