ছবি: সংগৃহীত
স্থগিতের আশঙ্কা কাটিয়ে আজ শুক্রবার (১৬ই জানুয়ারি) থেকেই আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে গতকাল বৃহস্পতিবার (১৫ই জানুয়ারি) বিপিএলের দুটি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর মাঠে ফেরার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান।
বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে ক্রিকেটাররা অনড় অবস্থানে থাকলেও পরে কিছু শর্তে তারা মাঠে ফেরার সিদ্ধান্ত নেন। কোয়াবের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বিসিবির চলমান প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট। পাশাপাশি সংশ্লিষ্ট পরিচালককে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
রাত ৮টায় বিসিবির পরিচালকরা কোয়াব ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনা শেষে বিপিএল পুনরায় শুরু করার ঘোষণা আসে। এর ফলে আজ শুক্রবার থেকেই মাঠে গড়াচ্ছে বিপিএলের খেলা।
বিসিবি জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার স্থগিত হওয়া ম্যাচ দুটি আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া আগামীকাল শনিবারের ম্যাচগুলো আগামী ১৮ই জানুয়ারি আয়োজন করা হবে।
বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান মিঠু, কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন এবং বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
মোহাম্মদ মিঠুন জানান, ১৫ই জানুয়ারির দুই ম্যাচ ১৬ই জানুয়ারি, ১৬ই জানুয়ারির দুই ম্যাচ ১৭ই জানুয়ারি ও ১৭ই জানুয়ারির দুই ম্যাচ ১৮ই জানুয়ারি মাঠে গড়াবে। ১৫ই জানুয়ারির টিকিট দিয়েই দেখা যাবে ১৬ই জানুয়ারির খেলা। প্লে-অফের সূচি অবশ্য অপরিবর্তিত থাকছে। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, ১৯শে জানুয়ারি থেকে ২৩শে জানুয়ারি পর্যন্ত এলিমিনেটর, জোড়া কোয়ালিফায়ার ও ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে।
জে.এস/
খবরটি শেয়ার করুন