ছবি: সংগৃহীত
নতুন তোশাখানা (রাষ্ট্রীয় উপহার) মামলায় ১৭ বছরের কারাদণ্ডের রায়ের প্রতিবাদে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান দেশজুড়ে গণ-আন্দোলনের ডাক দিয়েছেন। একই সঙ্গে ইসলামাবাদ হাইকোর্টে এ রায়কে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন তিনি। খবর দ্য ডনের।
শনিবার (২০শে ডিসেম্বর) পাকিস্তানের ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) একটি বিশেষ আদালত ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে ওই কারাদণ্ড দেন।
কারাগারে থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ইমরান খানের সরাসরি প্রবেশের অধিকার নেই। তবে এক্সে তার আইনজীবী একটি কথোপকথনের বিবরণ প্রকাশ করেছেন। সেখানে ইমরান খান বলেন, ‘আমি খাইবার পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদিকে রাজপথে আন্দোলনের প্রস্তুতি নিতে বার্তা পাঠিয়েছি। নিজেদের অধিকারের জন্য পুরো জাতিকে জেগে উঠতে হবে।’
ইমরান খান বলেছেন, এ রায় শুনে তিনি অবাক হননি; বরং তার আইনি দলকে রায়ের বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছেন।
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, (বিভিন্ন মামলায়) গত তিন বছরে দেওয়া রায়ের মতো এটিও ভিত্তিহীন ও পূর্বপরিকল্পিত। কোনো তথ্যপ্রমাণ ছাড়াই এবং তার আইনি দলের কোনো বক্তব্য না শুনেই বিচারক তড়িঘড়ি এই রায় দিয়েছেন। তিনি সংবিধান রক্ষা ও আইনের শাসনের জন্য আইনজীবী সমাজকে রাজপথে নামার আহ্বান জানান।
পিটিআই এক বিবৃতিতে এ রায়কে ‘রাজনৈতিক প্রতিহিংসার নিকৃষ্টতম উদাহরণ’ ও ‘অসাংবিধানিক’ বলে আখ্যায়িত করেছে। দলটির নেতাদের অভিযোগ, ইমরান খানের কারাবাসের মেয়াদ বৃদ্ধি ও বর্তমান সরকারকে খুশি করতেই এ রায়।
খবরটি শেয়ার করুন