অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
বৃহস্পতিবার (৮ই আগস্ট) রাত ৮টা ২৮ মিনিটে শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে পৌঁছান ড. মুহাম্মদ ইউনূস।
ড. ইউনূস বঙ্গভবনে আসলে বাইরে অপেক্ষমাণ জনতা তাকে অভিবাদন জানান ও স্লোগান দেন।
এদিন বিকেল থেকেই বঙ্গভবনের সামনে হাজারো উৎসুক জনতা ভিড় করেছেন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূস শপথ গ্রহণের পর আরও ১৬ জন উপদেষ্টা শপথ নেবেন।
ওআ/