সোমবার, ১লা জুলাই ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ

বগুড়ায় অবৈধ মজুদের ১ লাখ ডিম উদ্ধার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৯ পূর্বাহ্ন, ১৯শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

বগুড়ার সদর উপজেলায় সাথী কোল্ড স্টোরেজ-২ কোল্ড স্টোরে অবৈধ মজুদের ১ লাখ ডিম উদ্ধার করা হয়েছে। এছাড়াও কোল্ড স্টোরের দায়িত্বে থাকা ম্যানেজারকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ৷

শনিবার (১৮ই মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার নুনগোলা ইউনিয়নে ঘোড়াধাপহাট এলাকায় সাথী কোল্ড স্টোরেজ-২ এ মোবাইল কোর্ট পরিচালনা করেন বগুড়া সদরের সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী।

আরো পড়ুন: দড়ি ও বাঁশ বেয়ে মসজিদে যান ১১৫ বছর বয়সী অন্ধ মুয়াজ্জিন 

সহকারী কমিশনার (ভূমি) রাকিব হাসান চৌধুরী গণমাধ্যমকে জানান, অভিযানে ওই কোল্ড স্টোর থেকে অবৈধভাবে মজুত করা এক লাখ ডিম পাওয়া যায়। এই অপরাধে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ধারায় কোল্ড স্টোরের ম্যানেজার আব্দুল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং একইসঙ্গে তাৎক্ষণিকভাবে প্রায় ৪০ হাজার ডিম ব্যবসায়ীদের মাধ্যমে তাদের বাজারজাত করা হয়। এছাড়া অবশিষ্ট ৬০ হাজার ডিম অতিদ্রুত বাজারজাত করে ক্রয় মূল্যে বিক্রি করার জন্য বলা হয় এবং মুচলেকা নেওয়া হয়।  

এইচআ/ 

ডিম অবৈধ মজুদ

খবরটি শেয়ার করুন