শুক্রবার, ১০ই অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাসহ দুই ডজন নেতা ভোটে অযোগ্য হচ্ছেন *** ইসরায়েলি কারাগার থেকে ইস্তাম্বুলের পথে শহিদুল আলম *** প্রশাসনে বিশেষ দলের লোক বসিয়ে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা চলছে: গোলাম পরওয়ার *** বিএনপির ধানের শীষ নিয়ে অযথা টানাটানি কেন, প্রশ্ন মির্জা ফখরুলের *** ট্রাম্পের আশাভঙ্গ, শান্তিতে নোবেল জিতলেন ভেনেজুয়েলার মারিয়া কোরিনা *** মানুষের শরীরে শূকরের যকৃৎ, চীনা চিকিৎসকদের সাফল্য *** মাহফুজ-সারজিসরা গণ–অভ্যুত্থানের প্রকৃত নায়ক নন, যা বললেন মুজাহিদুল ইসলাম সেলিম *** দায়মুক্তি পাচ্ছেন ডিজিটাল নিরাপত্তা আইনের ৮টি ধারার মামলার আসামিরা *** নোবেল না পেলে ট্রাম্পের প্রতিক্রিয়া কী হবে—শঙ্কিত নরওয়ে *** অবশেষে গাজায় শান্তির আভাস, শান্তিচুক্তি সই

বাথরুমে টুথব্রাশ রাখছেন? জানুন বিশেষজ্ঞদের মতামত!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৭ অপরাহ্ন, ১১ই মে ২০২৪

#

ছবি : সংগৃহীত

বাথরুমে টুথব্রাশ রেখে দেন অনেকেই। তবে এ বিষয়ে বিশেষজ্ঞরা দিয়েছেন কিছু মতামত। তবে আপনিও কি বাথরুমে টুথব্রাশ রাখছেন? জানুন বিশেষজ্ঞদের এই মতামত সম্পর্কে-

বিশেষজ্ঞদের মতে, বাথরুমে টুথব্রাশ না রাখাই ভালো, কারণ এতে ব্যাকটেরিয়া ও ছত্রাক বাসা বাঁধতে পারে।

বাথরুম এমনিতেই জীবাণুর আঁতুরঘর। এছাড়া বাড়ির অন্যান্য ঘরের তুলনায় বাথরুমের তাপমাত্রাও বেশি হয়। তাই বাথরুমে টুথব্রাশ রাখলে তাতে ব্যাকটেরিয়া জন্মানোর ঝুঁকি বাড়ে।

অনেকেই হয়তো ভাবেন, তাদের বাথরুম তো ঝকঝকে তাহলে জীবাণু আসবে কেন? আসলে বাথরুম আপনি যতটাই পরিষ্কার রাখুন না কেন, কমোডে ফ্লাশ দেওয়ার পরপরই ক্ষতিকর প্যাথোজেন ছড়িয়ে পড়ে বাথরুমে।  এর ফলে ব্যাকটেরিয়া জন্মায়। তাই বাথরুমে টুথব্রাশ রাখলে, তার ব্যবহারে সংক্রমণ হতে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

আরো পড়ুন : ফ্রিজ দীর্ঘ সময় ভালো রাখার উপায় জানুন

বাথরুম যেহেতু স্যাঁতস্যাঁতে জায়গা, সেখানে ব্যাকটেরিয়া ও ছত্রাকের বিস্তার ঘটে তাড়াতাড়ি। তাই বাথরুমে রাখা টুথব্রাশ ব্যবহার করলে অসুস্থ হওয়ার ঝুঁকি বাড়ে।

তাই পরিচ্ছন্ন স্থানে যেখানে ব্যাকটেরিয়া, ছত্রাক জন্মানোর সম্ভাবনা নেই, সেসব স্থানে টুথব্রাশ রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। বাথরুমে টুথব্রাশ না রাখাই ভালো বলে মত বিশেষজ্ঞদের।

বাথরুমের বাইরে পরিষ্কার, শুকনো ক্যাবিনেটের মধ্যে রাখতে পারে টুথব্রাশ। ক্যাবিনেটের দরজা বন্ধ করা গেলে ভালো। এতে বায়ুবাহিত দূষিত পদার্থের সংস্পর্শে আসে না টুথব্রাশ।

ড্রয়িংয়ে বা শোয়ার ঘরেও রাখা যেতে পারে টুথব্রাশ। তবে যেখানেই রাখুন, পরিচ্ছন্নতার দিকে নজর দিন।

আর অবশ্যই প্রতি তিন-চার মাস পরপর টুথব্রাশ পাল্টাতে হবে। এমনকি ব্যবহারের পর ভালো করে ধুয়ে ও শুকিয়ে নিন টুথব্রাশ। ভুলেও কারও সঙ্গে টুথব্রাশ শেয়ার করবেন না।

সূত্র: এবিপি নিউজ

এস/ আই.কে.জে


বিশেষজ্ঞ টুথব্রাশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250