বৃহস্পতিবার, ৩রা জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৯শে আষাঢ় ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাগরে ৩ নম্বর সতর্কসংকেত, সপ্তাহজুড়ে থেমে থেমে বৃষ্টির পূর্বাভাস *** গুমে সেনাসদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে: সেনাসদর *** অর্থবছর শেষে বেড়েছে খাদ্য মজুদ *** পশ্চিমবঙ্গে একই দিনে উল্টোরথ ও মহররম, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় তৎপরতা *** আইনের মাধ্যমে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনে একমত রাজনৈতিক দলগুলো *** এক মিনিট ইন্টারনেট বন্ধের পরিকল্পনা অবশেষে বাদ *** আবার আলোচনায় মুরাদনগর, এবার মা-ছেলেসহ ৩ জনকে... *** আশুরা উপলক্ষে রাজধানীতে কঠোর নিরাপত্তা, কোনো ঝুঁকি নেই: ডিএমপি *** বিচার বিভাগের বিকেন্দ্রীকরণসহ তিনটি এজেন্ডা নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন *** বেশি সন্তান নারীর মানসিক স্বাস্থ্যের জন্য ভালো: গবেষণা

জুলাই মাসে আসছে কামার আহমাদ সাইমনের ‘অন্যদিন...’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৭ অপরাহ্ন, ২৬শে জুন ২০২৫

#

‘অন্যদিন’ সিনেমার বিশেষ প্রদর্শনীতে (বাঁ থেকে) বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, নির্মাতা কামার আহমাদ সাইমন, প্রযোজক সারা আফরীন ও অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

ঢাকা থেকে রকেট নামের স্টিমারটি ছাড়ল খুলনার উদ্দেশে। এ স্টিমারে চড়েছেন নানা বয়সের নানা শ্রেণির যাত্রী। আছে একটি গানের দল, বিশ্ববিদ্যালয় পড়ুয়া একদল ছাত্র, কয়েকজন বিদেশি, রাজনীতিবিদ, শ্রমিক, ভ্লগারসহ অনেকে। পথে যেতে যেতে নানা নাটকীয়তা তৈরি হয় স্টিমারে। নানা ঘটনা ঘটে। সেসব উঠে এসেছে কামার আহমাদ সাইমনের ক্যামেরায়। তৈরি হয়েছে ‘অন্যদিন...’ নামের সিনেমা।

‘শুনতে কি পাও’ দিয়ে আলোচনায় আসেন নির্মাতা কামার। ‘অন্যদিন...’ তার ওয়াটার ট্রিলজির দ্বিতীয় সিনেমা। বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি, পেয়েছে পুরস্কার ও প্রশংসা। সেন্সর জটিলতায় এতদিন দেশের দর্শকদের সামনে আসতে পারছিল না অন্যদিন। অনেক দিন আটকে থাকার পর অবশেষে সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। এসেছে মুক্তির ঘোষণাও। নির্মাতা জানিয়েছেন, জুলাইয়ে দেশের হলে অন্যদিন মুক্তি দেবেন তিনি।

মুক্তি উপলক্ষে ২৪শে জুন, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সীমান্ত সম্ভারের স্টার সিনেপ্লেক্সে অন্যদিনের একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে নির্মাতা কামার, প্রযোজক সারা আফরীন ছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা ফরিদা আখতার, কবি ফরহাদ মজহার, আলোকচিত্রী শহিদুল আলম, ব্যারিস্টার সারা হোসেন, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, অধ্যাপক গীতি আরা নাসরীন, অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ রাজনৈতিক ও সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিরা। প্রদর্শনী শেষে সবাই অন্যদিন সিনেমার প্রশংসা করেন। এতদিন কেন সিনেমাটি আটকে ছিল, সেই প্রশ্নও ঘুরেফিরে আসতে থাকে।

সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন